শুক্রবার, ০২ Jun ২০২৩, ০৭:০১ অপরাহ্ন
রফিকুল হক শিকদার জাহাঙ্গীর
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার পদমর্যাদার দুইজন ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার একজন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছ।
সোমবার (২৭ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন করা হয়।
আদেশে ডিবির ওয়ারী বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. তরিকুর রহমানকে অতিরিক্ত উপপুলিশ কমিশনার উত্তরা বিভাগে (দক্ষিণখান জোন), ডিবির মতিঝিল বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. শাহিদুর রহমানকে ডিবির ওয়ারী বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া একই আদেশে ডিবির মিডিয়া অ্যান্ড পিআর বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. ইমরান হোসেন মোল্লাকে সহকারী পুলিশ কমিশনার ডিবি উত্তরা বিভাগে পদায়ন করা হয়েছে।
এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।