মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ১০:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
নাঃগঞ্জ জেলা প্রশাসনের বঙ্গবন্দ্ধুর ১০৪ তম জন্মবার্ষিকী পালিত সংবাদ সংগ্রহ করেতে গেলে সন্ত্রাসী আরিফ ইকবালের বাঁধা “ রাজধানী,উত্তরায় সাদিয়া সুলতানা তিথি এর মৃত্যুর বিচারের দাবিতে রাস্তা শিক্ষার্থীদের অবরোধ বঙ্গবন্ধু সংক্রান্ত গোপন নথি প্রকাশের সাথে সংশ্লিষ্ট এসবি কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ সাক্কুকে হারিয়ে মেয়র হলেন তাহসীন বাহার ঢাকা-১৮ আসনকে চাঁদাবাজ-সন্ত্রাস ও মাদকমুক্ত করতে প্রশাসনের সহযোগিতা চাইলেন খসরু চৌধুরী উত্তরায় বিভিন্নস্থানে অবৈধ স্থাপনা ও ফুটপাত উচ্ছেদ উত্তরা বিআরটিএ সংঘবদ্ধ সিন্ডিকেট দ্বারা নিয়ন্ত্রিত চক্রের মূলহোতা মিজান এমপি হবার শিক্ষাগত যোগ্যতার গুরুত্ব ও মতামতহিউম্যান এইড এর বিশ্লেষণ ও গবেষণা ভিত্তিক প্রতিবেদন] কালীগঞ্জে পারুলী নদী থেকে মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৭দফার দাবীতে হিন্দুদের  গণঅনশন-হাকিম নরে কিন্তু হুকুম নরেনা-অধ্যক্ষ গোপাল চন্দ্র রায় 

গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার।। নিউজ দৈনিক ঢাকার কন্ঠ  
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শনিবার সকালে পীরগঞ্জ পুজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আয়োজনে পীরগঞ্জ পৌর শহরের পূর্ব চৌরাস্তায় সকাল সন্ধ্যা গণ অনশন অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডিএন ডিগ্রি কলেজর অধ্যক্ষ গোপাল চন্দ্র রায় এক বক্তব্যে বলেন পীরগঞ্জ উপজেলার ৬ নং ইউনিয়ন গড়গাঁও গ্রামের শ্মশান ঘাট হিন্দুদের আদি শ্মশান যাহা রেকর্ড ভূক্ত শ্মশান কিন্তু শ্মশান ঘাট দখলে নেওয়ার চেষ্টা চালাচ্ছেন স্থানীয় এক মহল।তিনি আরও বলেন হাকিম নরে,হাকিমের হুকুম নরেনা,ইউএনও বদলী হয়েছে কিন্তু উপজেলা চেয়ারম্যান তো বদলী হয়নি সেদিন তো ইউএনও,উপজেলা চেয়ারম্যান সহ সীমানা নির্ধারণ খুটি খাম্বা গারেন আজ কেন রায় পাল্টে গেল, কেন শ্মশান ঘাটে বাশের বেড়া লাগানো হলো আমি প্রশাসনের কাছে জব চাই।এবং ৭দিনের মধ্যে এর সঠিক সমাধান না হলে আবার ও অনশন কর্মসূচী করা হবে।
এছাড়া আরও বক্তব্য রাখেন,পীরগঞ্জ পৌর মেয়র মোঃ ইকরামুল হক,পীরগঞ্জ উপজেলা আওয়মী লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব,উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান,পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রফুল্ল শীল,হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি,সাধারণ সম্পাদক অতুল চন্দ্র রায়,বীর মুক্তি যোদ্ধা ইব্রাহিম খান প্রমুখ।
এ সভায় ৭টি দাবী আদায়ের লক্ষ্যে গণ অনশনে অংশগ্রহণ করেন প্রায় ৫ শতাধিক লোক।অনশনে বক্তার তাদের নায্য অধিকারের কথা তুলে ধরে সরকারের কাছে,প্রশাসনের কাছে,মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রী শেখ হাসিনার কাছে।এবং পীরগঞ্জ উপজেলার বড় গড়গাঁও গ্রামের শ্মশান ঘাট যেন আর জবর দখল না হয় এনিয়ে প্রশাসনের কাছে সুষ্ঠু নিরসন চেয়েছেন হিন্দু সম্প্রদায়ের মানুষজন।

Please Share This Post in Your Social Media

দৈনিক ঢাকার কন্ঠ
© All rights reserved © 2012 ThemesBazar.Com
Design & Developed BY Hostitbd.Com