মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৬ পূর্বাহ্ন
চরফ্যাসন দক্ষিন আইচায় যার কাছে এসে সাধারন মানুষ সঠিক বিচার পেয়ে থাকেন
তুহিন:ভোলা জেলা প্রতিনিধি// ঢাকার কন্ঠ
বাংলাদেশের ৬৪টা জেলা ও ৪৭৬টা উপজেলায় এমন কোন ইউনিয়ান নেই যেই ইউনিয়ানের চেয়ারম্যান মেম্বার বা কোন দলের সভাপতির কাছে গিয়ে মানুষ বিড়ম্বনায় পড়তে হয় না, এরকম একজন মানুষ খুঁজে পাওয়া বড় কঠিন। কিন্তু একেবারেই পাওয়া যাবেনা তা কিন্তু নয়। এমনই একজন
মানুষ আছে যিনি হলেন ভোলার চরফ্যাসন উপজেলার দক্ষিন আইচা থানার ৯নং চরমানিকা ইউনিয়ানের ৬নং ওয়ার্ডের বাসিন্দা মরহুম আমিন উদ্দিন দালাল সাহেবের ছেলে
,জনাব আবদুর রব মিয়াএবংতার কাছ থেকে সাধারন মানুষ সঠিক বিচার পেয়ে সন্তষ্ট হন এমন একজন মানুষ সে ১৯৯৭সালে ৯নং চরমানিকা ইউনিয়ানপরিষদের চেয়ারম্যান হিসাবে সততা এবং সু নিষ্টার সাথে নিজ দায়িত্ব পালন করছেন। এবং ২০০২ সালে তিনি বাংলাদেশ আওয়ামীলীগ দলের ৯নং চরমানিকা ইউনিয়ানের সভাপতির থেকেও সু নিষ্টার সাথে মানুষের বিচার করতেন ২০১৭ বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোলা জেলা পরিষদের সম্মানিত সদস্য হন বর্তমানে ও সাধারন মানুষের সঠিক কাজ ও সু বিচার করেন আবদুর রব মিয়া।
এ বিষয়ে দক্ষিন আইচা থানা এলাকা থেকে সেবা গ্রহনকারী চর মানিকা ইউনিয়ানের কামাল হোসেন বলেন,আমাদের ভোলা জেলার চরফ্যাসন উপজেলার বিতরে সঠিক বিচার করার মত এমন একজন মানুষ,ই আছে যার নাম আবদুর রব মিয়া
এবং তিনি বর্তমানে জেলা পরিষদের সদস্য হওয়াতে আমাদের আগের থেকে হয়রানী অনেক গুন কমে গেছে,আমরা সাধারন মানুষ তার জন্য দোয়া করি তিনি যত দিন বেঁচে থাকবে ততদিন যেনো মানুষকে সঠিক বিচার করতে পারে এই আশা করি আমরা এলাকার সধারন মানুষ।
এব্যাপারে জেলা পরিষদের সম্মানিত সদস্য আবদুর রব মিয়া বলেন,মানব সেবা হচ্ছে জগতের সবচেয়ে বড় এবাদত। গুণি জনেরা বলেছেন মানুষকে ভালোবাসলে সৃষ্টিকর্তার এবাদত করা হয়। একজন মানুষ মেধা ও মননশীলতাকে ভালো কাজে ব্যবহার করলে আল্লাহ্ তার কাজের প্রশাংসা করেন এবং খুশি হন। আমি সাধারন মানুষের খেদমতে বিশ্বাসী আর সে বিশ্বাস রেখে
সর্বোচ্ছ চেষ্টা করে মানুষের সঠিক বিচার ও ন্যয় কাজ করে যেতে চাই। তিনি আরো বলেন, জাতির জনকের আদর্শ লালন করে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার আর্শীবাদ নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ও আমাদের বর্তমান লক্ষ্য ডিজিটাল বাংলাদেশ গড়তে কাজ করে জেতে চাই।
তুহিন