শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৯:১৫ পূর্বাহ্ন
জাতীয় পার্টির জনসভা কুমড়ীর হাটে
মোঃহাসমতআলী কালীগঞ্জ(লালমনিরহাট)// দৈনিক ঢাকার কন্ঠ প্রতিনিধিঃ
১৬ এপ্রিল লালমনির হাট জেলা আদিতমারী উপজেলার কুমড়ীর হাট স্কুল মাঠে জাতীয় পার্টির আয়োজিত এক জনসভা।
এই জনসভায় আব্দুল মান্নান সরকারের সভপতিত্বে প্রধান অতিথি আলহাজ্ব হুসেইন মোহাম্মদ এরশাদ বক্তব্য রাখেন। তিনি বলেন লালমনির হাট ২ আসনটিতে রোকন উদ্দিন (বাবুল) জাতীয় পার্টি থেকে নির্বাচন করবেন। জাতীয় পার্টি যখন সরকার ছিল তখন বাল্যবিবাহ নারী ধর্ষণ এগুলো ছিলোনা।
বর্তমান বাংলাদেশে বাল্যবিবাহ ১নাম্বারে সুধু জাতীয় পার্টি বাংলাদেশের উন্নায়ন করতে পারে।
সভায় আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান জি এম কাদের মহদোয়, পল্লী উনায়ন সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান (রাঙ্গা), জাতীয় পার্টি কেন্দ্রয় কমিটি যুগ্ন সমাজ কল্যান বিষয়ক সম্পাদক রোকন উদ্দিন (বাবুল),
আরো উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সকল অংঙ্গ সংগঠোনের নেতৃবৃন্দু