মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৩ পূর্বাহ্ন
কলাপাড়া উপজেলা বাসীকে লকডাউনে বিধিনিষেধ মেনে চলার আহবান অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ আলী’র
// দৈনিক ঢাকার কন্ঠ নিউজ
রাসেল মোল্লা পায়রাবন্দর কলাপাড়া প্রতিনিধিঃ
করোনা ভাইরাস সংক্রমণ রোধে চলমান লকডাউনে কলাপাড়া পৌর শহরের সহ উপজেলা বাসীকে সরকারি নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছেন কলাপাড়ার অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ আলী । তিনি বলেন, জনগণের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে এই করোনার হাত থেকে রক্ষা করতে সরকার লডকডাউন ঘোষণা করেছে। তাই কলাপাড়া পৌর শহর সহ মহিপুর ও কুয়াকাটা বাসীকে অনুরোধ জানাই, নিজের, পরিবারের এবং দেশের স্বার্থে সরকার যে নির্দেশনা দিয়েছে তা পালন করি এবং মাস্ক ব্যবহার করুন বার বার সাবান দিয়ে হাত ধুই।
করোনাভাইরাস নিয়ন্ত্রণসহ সরকারি নির্দেশনা শতভাগ বাস্তবায়ন করা হচ্ছে। বিনা প্রয়োজনে কেউ রাস্তায় বের হবেন না। লকডাউন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছে উপজেলার পুলিশের সদস্যরা। উপজেলার প্রত্যেক থানা ও পৌর সভার গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশী চেকপোস্ট বসানো হয়েছে। যে কোন পরিস্থিতি মোকাবেলায় জেলা পুলিশ মাঠে আছে এবং আগামীতেও থাকবে।