সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
লালমনিরহাটে অটোইজিবাইক,৪কেজি গাঁজাসহ গ্রেফতার এক সোধির বোলিংয়ে কুপোকাত বাংলাদেশ সিলেট রুটের পাঁচটিসহ ১৬টি আন্তঃনগর ট্রেনে যুক্ত হচ্ছে ‘লাগেজভ্যান’ “আকাশের ভালোবাসা” আদিতমারী থানার বিশেষ অভিযান চালিয়ে পলাতক আসামীসহ গ্রেফতার পাচ বারহাট্টায় ৫ ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা ও ১ টিকে সিলগালা সার্জেন্ট আনিসের সহযোগিতায় হারিয়ে যাওয়া মোটরসাইকেল ফিরে পেলেন প্রকৃত মালিক  ময়মনসিংহের ১১ নং ঘাগড়া ইউনিয়ন এ জাতীয়পাটির কর্মী সমাবেশ ও কমিটি ঘোষনা অনুষ্ঠিত হয়ঃ কুয়েতে বাউল সম্রাট শাহ্ আঃ করিমের ১৪ তম মৃত্যুবার্ষিকীতে শোক সভা দোয়া মাহফিল হাজীগঞ্জে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরলেন ইঞ্জি. মোহাম্মদ হোসাইন 

কলাপাড়ার মহিপুরে সুনীল দাসের লাশ দেনাদারের বাড়ির সামনে রেখে স্বজনদের আহাজারি

কলাপাড়ার মহিপুরে সুনীল দাসের লাশ দেনাদারের বাড়ির সামনে রেখে স্বজনদের আহাজারি

 

রাসেল মোল্লা // পায়রা বন্দর কলাপাড়া প্রতিনিধি // দৈনিক ঢাকার কন্ঠ নিউজ

পটুয়াখালীর কলাপাড়ার মহিপুরে দুই বছর ধরে পাওনা টাকা না পেয়ে মৃত্যুর অভিযোগে সুনীল চ লন ঔন্দ্র দাস (৪৫) নামের এক লন্ড্রি ব্যবসায়ীর লাশ নিয়ে দেনাদারের বাড়িতে অবস্থান নিয়েছেন স্বজনরা।

 

শুক্রবার (২৩ জুলাই) রাত ৯টার দিকে আলীপুরের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে সুনীল চন্দ্র দাসের মৃত্যু হয়। শনিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে লাশ নিয়ে দেনাদার মো. ইউসুফ মুসল্লির বাড়িতে অবস্থান নেন সুনীল চন্দ্র দাসের স্বজনরা।

 

 

সুনীল চন্দ্র দাসের স্ত্রী মাধুরী দাস বলেন, ‘দুই বছর আগে ইউসুফ মুসল্লির কাছ থেকে ১২ লাখ টাকায় তিন শতক জমি কেনেন সুনীল দাস। কিন্তু জমি বুঝিয়ে দেননি। জমি না পেয়ে টাকা ফেরত চান তিনি। টাকা না দিয়ে টালবাহানা করতে থাকেন ইউসুফ মুসল্লি। এ নিয়ে দুশ্চিন্তা করে হৃদরোগে মারা যান সুনীল।’

 

এ বিষয়ে জানতে চাইলে ইউসুফ মুসল্লি বলেন, ‘সুনীল দাসকে কিছু টাকা ফেরত দিয়েছি। বাকি টাকাও ফেরত দেবো বলেছি।’

 

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুষ্ঠু সমাধানের আশ্বাস দিলে লাশ নিয়ে বাড়ি যান স্বজনরা। লাশ সৎকারের পর বিষয়টি মীমাংসা করা হব।

Please Share This Post in Your Social Media

দৈনিক ঢাকার কন্ঠ
© All rights reserved © 2012 ThemesBazar.Com
Design & Developed BY Hostitbd.Com