শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৯:১৫ পূর্বাহ্ন
বদলগাছী কোলা হাটে বিজিবি’র অভিযানে পুন্ড
পশুর হাট
মুজাহিদ হোসেন, জেলা প্রতিনিধি নওগাঁঃ// দৈনিক ঢাকার কন্ঠ নিউজ
নওগাঁর বদলগাছী উপজেলার কোলা হাটে সরকারি সিদ্ধান্ত অমান্য করে পশুর হাট
চলাকলীন সময়ে বিজিবি’র অভিযানে পুন্ড হয়ে যায়।
সরেজমিনে দেখা যায়, সরকারি সিদ্ধান্ত অমান্য করে ৬ আগস্ট শুক্রবার লকডাউন চলাকালীন সময়ে কোলা হাটে পশুর হাট বসানো হয়েছে। সাংবাদিক সংস্থা বদলগাছীর সংবাদকর্মীদের
উপস্থিতি টের পেয়ে হাট পরিচালনা কমিটি মূল হাট (স্কুল মাঠ) থেকে সরিয়ে পাশের রাস্তার উপর পশুর হাট বসান। সরকারি সিদ্ধান্ত অমান্য করে কেন পশুর হাট লাগোনো হয়েছে প্রশ্ন করলে হাট পরিচালনা কমিটির কেউ কোনও উত্তর দেন নি।
খাস আদায়ে নিয়োজিত আওয়ামীলীগের কতিপয় ব্যক্তি কোলা বিজলী দ্বিমুখী
উচ্চ বিদ্যালয় মাঠে এবং উক্ত বিদ্যালয়ের পিছনে পশু হাট বসিয়ে বেচা-কেনা
চলাকালীন সময়ে বিকাল ৪ টায় বিজিবি-১৪, পত্নীতলা একদল সদস্যের অভিযানে
তা পুন্ড হয়ে যায়। এ সময় হাটে পশু নিয়ে আসা এবং খাস আদায়ে নিয়োজিতরা ছুটাছুটি করে পালিয়ে যায়।
বিজিবি-১৪ ব্যাটালিয়ান, পত্নীতলা, হাবিলদার আব্দুর রহমান বলেন, সরকারি
সিদ্ধান্ত অমান্য করে পশুর হাট পরিচালনা করতে দেয়া যাবে না। তাই আমরা উর্দ্ধতন
কর্তৃপক্ষের নির্দেশে পশুর হাট বন্ধ করতে এসেছি।
উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় বিজিবি অভিযান চালিয়ে পশুর হাট পুন্ড করে দিয়েছে।