শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০৬:০৯ পূর্বাহ্ন
এস, এম, মনির হোসেন জীবন – নিউজ দৈনিক ঢাকার কণ্ঠ
নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন “জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) ’’দিনাজপুর ও নীলফামারী জেলার দাওয়াহ শাখার অন্যতম প্রধান হাফেজ মো: ওয়াহিদুল ইসলাম (৩৮)’কে রাজধানীর গাবতলী এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।
ধৃত জেএমবি’ সদস্য হাফেজ মো: ওয়াহিদুল ইসলাম দিনাজপুরের খানাসামা থানার মন্ডলের বাজার কুমুড়িয়া হাফিজিয়া মাদ্রাসার হেফজ্খানার হাফেজ শিক্ষক বলে জানিয়েছে এটিইউ।
আজ এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান দ্য ডেইলি সাউথ এশিয়ান টাইমসকে জেএমবি’ সদস্যকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে রাজধানীর গাবতলী আরিচা হাইওয়ের এসএস ফিলিং স্টেশনের সামনে থেকে জেএমবি’ সদস্যকে আটক করা হয়।
গ্রেফতারকালে তার নিকট থেকে একটি মোবাইল সেট ও দু’ টি সীম কার্ড উদ্বারমূলে জব্দ করা হয়।
এটিইউ পুলিশের এ কর্মকর্তা জানান, ধৃত জেএমবি’ সদস্য হাফেজ মো. ওয়াহিদুল ইসলাম দিনাজপুরের খানাসামা থানার মন্ডলের বাজার কুমুড়িয়া হাফিজিয়া মাদ্রাসার হেফজ্খানার হাফেজ শিক্ষক। সে শিক্ষকতার আড়ালে তিনি দিনাজপুর ও নীলফামারি জেলার জেএমবি’র দাওয়াহ শাখার অন্যতম প্রধান হিসেবে
দাওয়াতি ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছিল।
এটিইউ’র পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান জানান, গত ৪ ডিসেম্বর ২০২১ নীলফামারী জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন “জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)” র ৫ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করে। এ ঘটনায়
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নীলফামারী সদর
থানার মামলা নং-০১, তাং-০৫/১২/২০২১ খ্রিঃ, ধারা- সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর ৬(২) এর (অ)/৬(২) এর (ই)/৬(২) এর (ঈ) /৬(২) এর (উ)/৮/১০/১১/১২/১৩ দায়ের করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃতদের পুলিশ হেফাজতে এনে
ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়।
এটিইউ সূএে জানা যায়, পরে গ্রেফতারকৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে এন্টি টেররিজম ইউনিট এর একটি গোয়েন্দা দল নীলফামারি ও দিনাজপুর অঞ্চলের সক্রিয় জেএমবি সদস্যদের গ্রেফতারের জন্য অভিযান চালিয়ে গত ১১ ডিসেম্বর ২০২১ তারিখে এটিইউর একটি দল নীলফামারী জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে (জেএমবি)’র ৩ সক্রিয় সদস্যকে গ্রেফতার করে।
এ ঘটনায় নীলফামারী সদর থানায় মামলা দায়েরের পর আমলার আসামীদেরকে আদালতে সোপর্দ করা হয়। এরপর থেকে ওই এলাকার জেএমবি’র সক্রিয় সদস্যরা ঢাকা এবং চট্টগ্রামের বিভিন্ন এলাকায় আত্মগোপনে চলে যায়।
এবিষয়ে গ্রেফতারকৃত জেএমবি’ সদস্য হাফেজ মো: ওয়াহিদুল ইসলামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রস্ততি চলছে বলে জানান এটিইউ পুলিশের এ কর্মকর্তা।
ঢাকার কণ্ঠ
এস, এম, মনির হোসেন জীবন
নিজস্ব প্রতিবেদক
ঢাকা, ১৩ জানুয়ারি ,২০২২