বৃহস্পতিবার, ১৭ Jul ২০২৫, ০৬:৩১ পূর্বাহ্ন
রফিকুল হক শিকদার জাহাঙ্গীর
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, বিএনপি ঢালাওভাবে মিথ্যাচার করে চলেছে। উদ্দেশ্যমূলকভাবে গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করছে। সামনের জাতীয় নির্বাচন নিয়ে বিএনপি-জামায়াতচক্র নানামুখী ষড়যন্ত্র করছে। আমরা চাই অংশগ্রহণমূলক নির্বাচন হোক। কিন্তু কাউকে জোর করে নির্বাচনে টেনে আনা সম্ভব নয়। কে আসবে না আসবে বড় কথা নয়, সাংবিধানিক ধারাবাহিকতায় নির্দিষ্ট সময়ে নির্বাচন হবে। সরকার সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছে নির্বাচন হবে সাংবিধানিক উপায়ে, সেভাবেই নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম মহানগরীর চকবাজারের আনিকা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ১৬ নম্বর চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আ
জ ম নাছির বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বিশ্বব্যাপী যে অর্থনৈতিক মন্দা ও জ্বালানি সংকট দেখা দিয়েছে তাতে সারা বিশ্বের মানুষ কষ্ট পাচ্ছে। বাংলাদেশেও মানুষ কষ্ট পাচ্ছে। তবে এ সংকট সাময়িক। মানুষের এ কষ্ট লাঘবে তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে। এভাবেই দলের প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়ানো সম্ভব।
আ জ ম নাছির বলেন, আওয়ামী লীগের ইতিহাস বাঙালি জাতিসত্তা, কৃষ্টি-সংস্কৃতি-ভাষা ও স্বাধীন রাষ্ট্র চিন্তার বিকাশের ইতিহাসের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। তাই বাঙালি, বাংলাদেশ, বঙ্গবন্ধু ও আওয়ামী লীগ এক ও অভিন্ন। এ সত্যটি যারা অস্বীকার করে তারা পরগাছা। বাংলার মাটিতে এ পরগাছারাই সব অপকর্ম, হত্যা, সন্ত্রাস, সাম্প্রদায়িকতার মূল হোতা। এদের উৎখাত করা না হলে সময় থাকতে সাধন হবে না।