শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ১০:২০ পূর্বাহ্ন
দিনাজপুরে সোমবার ২৮ নভেম্বর ২০২২ দুপুরে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সন্মেলন২০২২ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠান গোর-এ-শহীদ বড় ময়দান এলাকায় কাউন্সিল আয়োজন হয় দিনাজপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে।
জানা যায়,এ কাউন্সিলে দ্বিতীয় বারেরমত মোস্তাফিজুর রহমান ফিজার এমপি সভাপতি ও আলতাফুজ্জামান মিতা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।
দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য মন্ত্রী ড. হাছান মাহামুূদ,সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক,প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি,আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন,আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও সাবেক এমপি অ্যাড.হোসনে আরা লুৎফা ডালিয়া, সদস্য ও সাবেক এমপি অ্যাড.সফুরা বেগম রুমি, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি,জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি,আবুল হাসান মাহমুদ আলী এমপি, মনোরঞ্জন শীল গোপাল এমপি,শিবলী সাদিক এমপি ও অ্যাড. জাকিয়া তাবাসসুম জুই এমপি।
তবে এ সন্মেলন জাঁকজমক পূর্ণ ভাবে শান্তি শৃঙ্খলার মধ্যে সমাপ্তি হয়।