বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪, ০৫:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
আমি কেন বারবার আসামি হচ্ছিঃ সরদার বেলায়েত হোসেন মুকুল বড়াইগ্রামে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত চাকুরীবিধি অমান্য করে শিক্ষককে বরখাস্ত ও হয়রানি  মধ্যরাতে উত্তাল ঢাকা কলেজ শিক্ষার্থীরা ৫ আগস্টে, হত্যা মামলায়, নওয়াব হাবিবুল্লাহ কলেজের সাবেক অধ্যক্ষ গ্রেফতার* তারেক রহমানের সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে: ডা. ইরান মরহুম বিএনপি নেতা লাল মিয়া মেম্বারের প্রথম মৃত্যু বার্ষিকীতে ১০ হাজার লোকের সমাগম : দোয়া ও মোনাজাত  বড়াইগ্রামে সাবেক এমপি’র ব্যাক্তি মালিকানা স্কুলে সরকারি বরাদ্দ বাতিলের দাবিতে মানববন্ধন দক্ষিণখানে রাস্তাও ড্রেনের উন্নয়ন কাজ পরিদর্শনকালে :  ডিসেম্বরে শেষ হবে দক্ষিণখান-উত্তরখানের প্রধান সড়কের উন্নয়ন কাজ: ডিএনসিসি’র প্রশাসক পাচাররোধে সীমান্তে নজরদারি : ভারতে পাচার হচ্ছে স্বর্ণ : তিন মাসে ট্যাক্স আদায় হয়েছে ৩২ কোটি ১৫ লাখ টাকা

রামপালে এম.পি কাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ ও নবাগত জেলা পরিষদ সদস্য প্রিন্স’র গণসংবর্ধনা 

 

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

 

রামপাল (বাগেরহাট)প্রতিনিধিঃ

 

বাগেরহাটের রামপালে তাং-১৩/০১/২০২৩ ইং আট দলীয় এম.পি কাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ, বাগেরহাট জেলা পরিষদ এর নব-নির্বাচিত সদস্য শেখ মনির আহমেদ প্রিন্স’র গণসংবর্ধনা, এস.এস.সি পরিক্ষায় জিপিএ-৫.০০ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, কেরাত, ভলিবল, ক্যারাম পুরস্কার বিতরণ উপলক্ষে ঝনঝনিয়া স্কুল মাঠ প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১২ জানুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যায় খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী হাবিবুন নাহার( এম.পি)। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা আঃ রউফ, রামপাল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হক লিপন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ হোসনেয়ারা মিলি, রামপাল থানার ওসি মোঃ সামছুদ্দীন,সুন্দরবন মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ খালিদ আহমেদ, বাইনতলা ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ ফকির, ভোজপাতিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ নুরুল আমিন, উজলকুড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গাজী আক্তারুজ্জামান, বাগেরহাট জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শেখ মনির আহমেদ প্রিন্স, রামপাল কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক শেখ শাহনেওয়াজ, প্রভাষক মোঃ মোস্তফা কামাল পলাশ সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবর্ধনা ও পুরস্কার বিতরণ শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি তার বক্তব্য বলেন যে, আওয়ামী লীগ সরকারের অধীনে দেশে ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন ঘটেছে। তথ্য ও প্রযুক্তি ক্ষেত্রে ও ব্যাপক উন্নয়ন ঘটেছে। দেশের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য তিনি আবারও আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনার আহবান জানান। এছাড়া তিনি নব-নির্বাচিত জেলা পরিষদ সদস্য শেখ মনির আহমেদ প্রিন্স’র জন্য শুভ কামনা করেন এবং তাকে জনগণের দেওয়া অর্পিত দ্বায়িত্ব যথাযথ ভাবে পালন করার জন্য আহবান জানান।

 

 

 

 

Please Share This Post in Your Social Media

দৈনিক ঢাকার কন্ঠ
© All rights reserved © 2012 ThemesBazar.Com
Design & Developed BY Hostitbd.Com