সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:১০ অপরাহ্ন
টিপু সুলতান, নিজস্ব প্রতিবেদক,
আজ কুমিল্লা জেলায় আনসার ভিডিপি জেলা কার্যালয়ের আয়োজনে একুশ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান হয়েছে।
বেলা ৩ ঘটিকায় জেলা কমান্ডেন্ট সঞ্জয় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেঞ্জ পরিচালক আব্দুল আউয়াল পিভিএস ,পিএএম এম। অনুষ্ঠানের প্রধান অতিথি সহ বক্তারা বলেন, সদ্য প্রশিক্ষণ সম্পন্নকারী আনসার ভিডিপি সদস্যগণ দেশের জাতীয় গুরুত্বপূর্ণ মুহূর্তে সততা ও নিষ্ঠার সাথে স্বেচ্ছাশ্রমে দায়িত্ব পালন করে যাবে।
যেকোনো দুর্যোগ মুহূর্তে দেশ ও মানবতার কল্যাণে নিবেদিত বাংলাদেশ আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনী। ড্যি্ল প্রশিক্ষণ ও লিখিত পরীক্ষায় সাফল্য অর্জনকারী প্রশিক্ষণনার্থীদের পুরস্কার ও বিশেষ উপহার সামগ্রী প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মোঃ শহিদুল ইসলাম ও মিনারা বেগম ,সার্কেলের এ্যাড জুডেন্ট কুমিল্লা মনিরুল ইসলাম ও মোঃ তাঞ্জির আসাদ, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সদর মোহাম্মদ আব্দুস সাত্তার সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ।