সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
লালমনিরহাটে অটোইজিবাইক,৪কেজি গাঁজাসহ গ্রেফতার এক সোধির বোলিংয়ে কুপোকাত বাংলাদেশ সিলেট রুটের পাঁচটিসহ ১৬টি আন্তঃনগর ট্রেনে যুক্ত হচ্ছে ‘লাগেজভ্যান’ “আকাশের ভালোবাসা” আদিতমারী থানার বিশেষ অভিযান চালিয়ে পলাতক আসামীসহ গ্রেফতার পাচ বারহাট্টায় ৫ ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা ও ১ টিকে সিলগালা সার্জেন্ট আনিসের সহযোগিতায় হারিয়ে যাওয়া মোটরসাইকেল ফিরে পেলেন প্রকৃত মালিক  ময়মনসিংহের ১১ নং ঘাগড়া ইউনিয়ন এ জাতীয়পাটির কর্মী সমাবেশ ও কমিটি ঘোষনা অনুষ্ঠিত হয়ঃ কুয়েতে বাউল সম্রাট শাহ্ আঃ করিমের ১৪ তম মৃত্যুবার্ষিকীতে শোক সভা দোয়া মাহফিল হাজীগঞ্জে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরলেন ইঞ্জি. মোহাম্মদ হোসাইন 

এমপি মানিক ও আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী শামীম চৌধূরীর বিরুদ্ধে পাল্টা-পাল্টি মামলা দায়ের

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

ছাতক উপজেলা প্রতিনিধিঃ


সুনামগঞ্জের ছাতকে যুবলীগ নেতা লায়েক মিয়া হত্যার জের ধরে সুনামগঞ্জ আদালতে আরো দুইটি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার সুনামগঞ্জের আমল গ্রহণকারি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (ছাতক জোন) পৃথক দু’টি মামলা দায়ের করা হয়৷ একটি মামলায় সুনামগঞ্জ ৫, ছাতক- দোয়ারাবাজার নির্বাচনী এলাকার ক্ষমতাসীন দলের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিককে প্রধান আসামি করে এবং অপর মামলায় ওই আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী শামীম আহমদ চৌধুরীকে প্রধান আসামি করা হয়েছে। আদালতে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকসহ ৪২ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছেন শহরের মন্ডলীভোগ এলাকার কামরুল ইসলাম কাজল।

অপর দিকে জেলা আওয়ামীলীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী শামীম আহমদ চৌধুরীসহ ৩১ জনের বিরুদ্ধে অপর মামলা দায়ের করেন মন্ডলীভোগ এলাকার তাজ উদ্দিনের স্ত্রী পারভীন বেগম।

গত ২৮ মার্চ ছাতক পৌর এলাকার গনেশপুর খেয়াঘাটে প্রতিপক্ষের ছুরিকাঘাতে খুন হন যুবলীগ নেতা লায়েক মিয়া।তিনি মন্ডলীভোগ এলাকার আব্দুল মান্নানের পুত্র।

এ হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় একে অপরের বাড়িতে চুরি, ডাকাতি, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ আনয়ন করে আদালতে মামলা দু’টি দায়ের করা হয়।

যুবলীগ নেতা লায়েক মিয়া হত্যার ঘটনায় এমপি’র ভাতিজা ও পৌর সভার কাউন্সিলর সহ ১৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন নিহতের ভাই আজিজুল ইসলাম।

বুধবার আদালতে দায়ের করা দু”টি মামলা তদন্তের জন্য আদালতের বিচারক মুহাম্মদ হেলাল উদ্দিন পিবিআইকে নির্দেশ দিয়েছেন।

বিচারক মামলার আদেশে লিখেছেন, নালিশা দরখাস্ত পর্যালোচনা ও নালিশকারীর হলফান্তে জবানবন্দি লিপিবদ্ধ করা হলো।

সার্বিক পর্যালোচনায় নালিশে বর্ণিত বিষয়টি তদন্ত পূর্বক প্রতিবেদন (সাক্ষীদের জবানবন্দি ও বন্ডসহ) দাখিলের জন্য পুলিশ সুপার, পিবিআই, সিলেটকে নির্দেশ দেয়া হলো।

Please Share This Post in Your Social Media

দৈনিক ঢাকার কন্ঠ
© All rights reserved © 2012 ThemesBazar.Com
Design & Developed BY Hostitbd.Com