সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৬ অপরাহ্ন
রফিকুল হক শিকদার জাহাঙ্গীর
গাজীপুর, আজমত উল্লা খান আমার ক্ষতি করার জন্য সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছেন বলে দাবি করেছেন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।
মঙ্গলবার (১৬ মে) আওয়ামী লীগ থেকে স্থায়ী বহিষ্কার আদেশের বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, জন্মের পর থেকে আওয়ামী লীগ করি। এজন্য দল যে সিদ্ধান্ত নেয়, তা আমি মানি। বহিষ্কারের বিষয়ে আমার সঙ্গে আলোচনা হয়নি। আপনাদের মাধ্যমে, ফেসবুকে, মিডিয়ার মাধ্যমে জেনেছি। দীর্ঘ দেড় বছরে কী হয়েছে না হয়েছে এজন্য প্রধানমন্ত্রীর কাছে, কেন্দ্রীয় নেতাদের সবার কাছে যাওয়ার চেষ্টা করেছি। আমি শুধু মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যেতে চেয়েছিলাম। আমার অপরাধটা কী, এটা সামনা সামনি জবাব দিতে চেয়েছিলাম। কেন্দ্রীয় নেতারা আশ্বাস দিলেও তারা প্রধানমন্ত্রীর কাছে বলেননি বলেও অভিযোগ করেন তিনি।
জাহাঙ্গীর আলম বলেন, আমি কোন পদধারী নেতা না। আওয়ামী লীগের একজন সমর্থক। একজন সমর্থককে দল থেকে বাদ দিতে কেন্দ্রীয় কমিটির প্রয়োজন কী? আজমত উল্লা খান আমার ক্ষতি করার জন্য সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে।
তিনি বলেন, আমি যেহেতু আদর্শের জায়গায় আওয়ামী লীগ করি। সেজন্য আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠন করে তারা অনেকেই আমার মা ও আমার পক্ষে প্রচারণায় অংশ নেন। বিভিন্ন কৌশলে তাদের হুমকি দেয়া হচ্ছে। যাদের আদর্শ রয়েছে, তারা যেন এই লাখ লাখ মানুষকে হয়রানি না করে। ভোটের জায়গায় পক্ষপাতিত্ব না করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।