শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ১০:০৬ পূর্বাহ্ন
রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ
বাগেরহাটের রামপাল উপজেলার উজলকুড় ইউনিয়নের বড় নবাবপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছে বিথীকা বালা এক সংখ্যালঘু নারী।
১৫ মে সোমবার সকাল ৯.০০ টায় উপজেলার উজলকুড় ইউনিয়নের বড় নবাবপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা গেছে যে, বিথীকা বালা’র স্বামী রমেশ বালা’র সাথে একই গ্রামের ফরিদ শেখ’র পুত্র ইব্রাহিম শেখ’র দীর্ঘ দিনের জমিজমা সংক্রান্ত বিরোধ রয়েছে।
বিরোধের জের ধরে ইব্রাহিম শেখ আহতের স্বামী রমেশ বালাকে জোর করে তাদের বাড়ির ভিতরে নিয়ে যায়। তার স্ত্রী বিথিকা বালা বিষয়টি টের পেয়ে ইব্রাহিমের বাড়ীতে গেলে তাকে রুমের মধ্যে আটকে ইব্রাহিম, স্ত্রী আরিফা আক্তার রত্না এবং অজ্ঞাত এক
মহিলা বেধড়ক মারপিট করে। এক পর্যায়ে তারা বিথীকা বালার কানের দুল ছিড়ে নেওয়ায় তার কান ছিড়ে যায় বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন। বিথীকা এ ঘটনা ফয়লাহাট পুলিশ ফাঁড়িতে জানিয়েছেন বলে জানান। স্থানীয় লোকজন বিথীকা-কে উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। জানা গেছে যে, বিথীকার আঘাতে ইব্রাহিমের স্ত্রী রত্না’র নাক ফেটে গেছে। এ বিষয়ে বিথীকার কাছে জানতে চাইলে বলেন যে, তারা তিন জন মিলে আমাদের মারপিট করেছে। তাদেরকে আমরা কিভাবে মারপিট করব। ওরা মিথ্যা কথা বলছে। উজলকুড় ইউনিয়নের চেয়ারম্যান মুন্সি বোরহান উদ্দিন জেড সা়ংবাদিকদের জানান যে, বিথিকা বালা অত্যন্ত নিরীহ মানুষ। তাদের প্রতি অন্যায় করা হয়েছে। তারা যাতে ন্যায় বিচার পেতে পারে, সে বিষয়ে তিনি প্রশাসনের সহযোগীতা কামনা
করেন। এ বিষয়ে রামপাল থানার ওসি এস. এম আশরাফুল আলম জানান যে, তিনি ঘটনাটি জেনে পুলিশ পাঠিয়েছেন। মারামারির ঘটনায় বিথিকার কান ছিড়ে গেছে ও রত্নার নাক ফেটে গেছে। কেউ এখন ও থানায় অভিযোগ করেনি।অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
রামপালে নবাগত ওসি’র সাধারণ মানুষের সাথে মতবিনিময়
আরও নিউজ
রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ
বাগেরহাট জেলার রামপাল থানার নবাগত ওসি এস, এম আশরাফুল আলম সাধারন মানুষের সাথে মতবিনিময় করেছেন।
১৫ মে সোমবার বিকাল ৪.০০ টায় উপজেলার পেড়িখালী ইউনিয়নের বিভিন্ন স্থানে স্থানীয় সাধারণ মানুষের সাথে এ মতবিনিময় সভা করেন।
সভায় বক্তৃতা কালে রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম বলেন যে, পুলিশ জনগণের সেবক।
বাংলাদেশ পুলিশ বাহিনী সর্বদা আন্তরিকতার সাথে মানুষকে সেবা প্রদান করে যাচ্ছে। প্রবল ঘূর্ণিঝড় মোখাসহ
দেশের যেকোনে দূর্যোগে বাংলাদেশ পুলিশ সর্বদা মানুষের পাশে থেকে তাদের সহযোগীতা করেছে। অভিভাবকদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন যে, আপনার সন্তান কি করছে, কোথায় যাচ্ছে ,কার সাথে মেলামেশা করছে , কোন খারাপ সঙ্গে মিসছে কি না , সে বিষয়ের সজাগ দৃষ্টি রাখার আহবান জানান। তিনি আরো বলেন যে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। অপরাধী যে হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না। কেউ যদি আইন শৃঙ্খলা ভঙ্গের চেষ্টা তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। ইউনিয়নের সকল অপরাধ মূলক কর্মকান্ড প্রতিহত করার জন্য সঠিক তথ্য দিয়ে রামপাল থানা পুলিশকে সাহায্য করার জন্য এবং কাউকে আইন নিজে হাতে তুলে না নেওয়ার জন্য
উপস্থিত সকলের কাছে অনুরোধ জানান। এসময় পেড়িখালী ইউনিয়নের
স্থানীয় অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন।