সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৯ অপরাহ্ন
মোঃ বাবলু মল্লিক, নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলের , ২১/০৫/২০২৩ ইং কালিয়া উপজেলার যোগানিয়া মধুমতি নদীতে মার্জিয়া নামে ৫ বছরের শিশুর লাশ উদ্ধার করেছে খুলনা ডুবুরী দল।
শনিবার সন্ধ্যা ৬ টায় যোগানিয়া বাজার সংলগ্ন খেয়াঘাটের পাশে মধুমতি নদীর পাড়ে খেলতে যেয়ে নদীতে পড়ে নিখোঁজ হয়। নিহত শিশু মার্জিয়া উপজেলার নড়াগাতী থানার দক্ষিন যোগানিয়া গ্রামের কাবুল শেখের মেয়ে।
স্বজনরা খোজাখুজি করে না পেয়ে কালিয়া ফায়ার সার্ভিসে খবর দেয়। কালিয়া ফায়ার সার্ভিস খুলনা ডুবুরী দলকে অবগত করলে তারা রবিবার সকাল ১০ টায় নদীতে নেমে ১ ঘন্টা পারে লাশ উদ্ধার করে।
খুলনা ফায়ার সার্ভিস ডুবুরী ইউনিটের টিম লিডার শাহিদুল ইসলাম বলেন, কালিয়া ফায়ার সার্ভিস আজ সকালে আমাদেরকে অবহিত করলে আমরা এসে উদ্ধারকাজ শুরু করি। প্রায় ১ঘন্টা পরে নদীর অপরপাড়ে ইট ভাটার সংলগ্ন নদীর কুল থেকে শিশুর লাশ উদ্ধার করি।