শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
🏆চেয়ে থেকোনা ❓ জয়পুরহাটের পাঁচবিবিতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে যুবককে কুপিয়ে আহত গলাচিপায় নবজাগরণ ইয়ুথ ফাউন্ডেশন এর ফ্রী চিকিৎসা সেবা ও ব্লাড গ্রুপ নির্নয় ক্যাম্প অনুষ্ঠিত কুয়াকাটা সীবিচ এর গাজী রেস্তোরার খাবার স্বাদে এক ও অনন্য নাটোরের বাগাতিপাড়া থেকে এক যুবকের মরদেহ উদ্ধার রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের তামার তারসহ আটক ৩, মাইক্রোবাস জব্দ ক্ষমতায় যেতে নয় দেশের মালিকানা জনগণকে ফেরত দিতেই আন্দোলন ,গয়েশ্বর চন্দ্র রায় অনলাইন ক্যাসিনো খেলে রাতে কোটিপতি দিনের ফকির…! স্বপ্নের পিছনে দৃঢ প্রত্যয়ে ছুটে চলা, অদম্য এক যুবকের গল্প গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশন মেধাবী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের প্রাপ্য সম্মান সংবর্ধনার মাধ্যমে প্রদান 

ময়মনসিংহ ফুলপুর উপজেলা ভাইসচেয়ারম্যান আনিছের যৌন কেলেঙ্কারি ফাঁস 

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

ইসমাইল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

 

ময়মনসিংহের ফুলপুর উপজেলা পরিষদ বর্তমান ভাইস চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ এর বিরোদ্ধে তার দ্বিতীয় স্ত্রী নিলুফার ইয়াসমীন মনি গত২১/৫/২৩ ইং তারিখ রোজ রবি বার ফুলপুর থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেছেন বলে খবর পাওয়া গেছে৷ জানা যায়- আনিছুর রহমান আনিছ পিতা-আলাল উদ্দিন সাং আমুয়া কান্দা ১২/১০/২০১৫ ইং নিলুফার ইয়াসমীন পিতা- আব্দুল মতিন তালুকদার সাং-তারাকান্দা (তালুকদার বাড়ি) এর সাথে ইসলামী শরীয়ত মোতাবেক ২০ লক্ষ টাকার রেজিষ্ট্রী কাবিন মূলে বিবাহ বন্ধনে আবদ্ধহোন৷

বিবাহিতজীবনে তাদের মোটামুটি ভালোই কাটছিলো। তাদের দুই জনের অবনী(৭)নামেএকটি মেয়ে সন্তানওআছে।তথ্যে প্রকাশ প্রায়৩ বছর যাবৎ আনিছ তার ২ য় স্ত্রী সন্তানকে ভরন-পোষন করে না।এ সুযোগে সে জনৈক প্রবাসীর স্ত্রী ও ২ সন্তানের মা তাছলিমার সঙ্গে পরকিয়াশুরু বলে২য় স্ত্রী নিফুলা ইয়াসমিন ফুলপুর থানায় জিডি এন্ট্রি করেন৷ তিনি জানান আনিছুর রহমান দীর্ঘদিন যাবৎ পরনারী আসক্ত হয়ে পরকিয়ায় লিপ্ত থাকতেন,তার স্ত্রী এ সবের প্রতিবাদ করতে গেলে অকথ্য ভাষায় গালা গালি মারধোর ও তার ৬ বছরের অবনী কে সহ মেরে লাশ গুম করে ফেলার হুমকি ধমকিনসহ নানান ভয় ভীতি প্রদর্শন করে এবং বাড়ি থেকে বের করে দেয়ার কথা বলে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছে ৷

তারই সূত্র ধরে তাসলিমা খাতুন,পিতা-কাজিম উদ্দিন সাং রামসোনা, ছন্ধরা থানা-ফুলপুর কে আনিছুর রহমান বিবাহ করার সংবাদ শুনার পর স্ত্রী নিফুলা ইয়াসমিন মেয়ে অবনীর জীবন অনিশ্চয়তা ভিত্তিতে ফুল পুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছে বলে তার ২য় স্ত্রী নীলুফার ইয়াসমিন এই প্রতিনিধিকে তথ্যে মাধ্যমে জানান৷

চাঞ্চল্যকর ঘটনাটি তদন্তে গাজীপুর এবং ময়মনসিংহের কতক সাংবাদিক অভিযুক্ত ভাইস- চেয়ারম্যান আনিছের সঙ্গে যোগাযোগ করলে তিনি ৪ বছর আগে তাছলিমাকে বিয়ে করার কথা স্বীকার করলেও তার ২য় স্ত্রী নীলুফার ইয়াসমীন মনির অভিযোগ সম্পর্কে কোন ষ্পষ্ট জবাব দিতে পারেননি।

উল্লেখ্য, ভাইস চেয়ারম্যান আনিছের অসংখ্য নারী কেলেঙ্কারী ও লাম্পট্যতার ঘটনা ফুলপুরে ওপেন সিক্রেট জানলেও রাজনৈতিক প্রভাবের কারণে কেউ মুখ খুলেনি। তাঁর ২ য় স্ত্রীর অভিযোগের পর ক্রমশঃ তালোক মুখেআলোচিত হচ্ছে। ঘটনাটি বর্তমান ফুলপুরটকঅব দ্য টাউনে পরিনত হয়েছে লোক মুখে।

Please Share This Post in Your Social Media

দৈনিক ঢাকার কন্ঠ
© All rights reserved © 2012 ThemesBazar.Com
Design & Developed BY Hostitbd.Com