সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৭ অপরাহ্ন
আলিফ আরিফা গাজীপুর প্রতিনিধি :
গাজীপুর ২৫ মে বৃহস্পতিবার গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন। এই নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এড. আজমত উল্লা খানকে বিজয়ী করতে সোমবার গাজীপুরে প্রচারণা চালিয়েছে বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের সভাপতি শেখ শাহ আলমের নেতৃত্বে ওই প্রচার-প্রচারণায় আরো যারা অংশ নেন, তারা হলেন- জোটের সহ-সভাপতি- শামীমা আক্তার জলি, যুগ্ম সাধারণ সম্পাদক- সরকার আলম, সাংগঠনিক- সম্পাদক সাহেলা আক্তার, অর্থ সম্পাদক- আরেফিন হক আলভী, সাংগঠনিক সম্পাদক- রাজিয়া বেগম ও সহ-অর্থ সম্পাদক- শরমি ইসলাম প্রমুখ।
প্রচার-প্রচারণা অনুষ্ঠানে তারা- ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে জননেত্রী শেখ হাসিনা ও মেয়র প্রার্থী আজমত উল্লা’র সালাম পৌছান এবং স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন। বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে ভোটারদের হাতে হাতে নৌকা প্রতীকের লিফলেট পৌছে দেন।