শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৯:২৩ পূর্বাহ্ন
রফিকুল হক শিকদার জাহাঙ্গীর
ঢাকা ১১ সংসদ আসন নং ১৮৪ রামপুরা,বাড্ডা, ভাটারা, সর্বস্তরে জনগণে কাছে দোয়াপ্রার্থী
আলহাজ্ব আবু তৌহিদ। সর্বদা হাস্যজ্জল একজন মানুষ তিনি। তার সর্ম্পকে বলতে গেলে ফিরে তাকাতে হবে অতীতে। যার পিতা আবু তালেব মুন্সি, একজন বীর মুক্তিযোদ্ধা, অরোরা ফাউন্ডেশনের চেয়ারম্যান ছিলেন। মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য ভারতের সেনাপ্রধান থেকে পেয়েছেন সম্মাননা।
একবার নয়,দুই দুই বার।লোকে বলে আম গাছে আম ই ফলে অন্য কিছু নয়।কথাটা হারে হারে সত্য।যে তালেব মুন্সি জাতির জনকের একটা ঘোষণায় যুদ্ধ করতে নেমে পড়েসেছেন, বঙ্গবন্ধুর নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করেছেন, সেই তালেব মুন্সির সুযোগ্য সন্তান আলহাজ্ব আবু তৌহিদ। ১/১১এর সময়ে দলের দুর্দিনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, দলের দুর্দিনে সমসময় থেকেছেন প্রথম সারিতে এবং দলকে নেতৃত্ব দিয়েছেন সামনে এগিয়ে যাওয়ার। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আজীবন কাজ করেই চলেছেন নিরলসভাবে।
দেশ ও দেশের বাহিরে থেকে শ্রেষ্ঠ সংগঠকের পুরস্কার পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ উজ্জ্বল করেছেন একাধিক বার।সেই মানুষটিই আলহাজ্ব আবু তৌহিদ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু তালেব মুন্সি এর সুযোগ্য সন্তান।যিনি বাংলাদেশ মুক্তিযুদ্ধা প্রজন্ম লীগের প্রতিস্থাতা সভাপতি অরোরা ফাউন্ডেশনের চেয়ারম্যান, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য। দল অন্তপ্রান একজন মানুষ।
যিনি সর্বদা মানুষের কল্যাণে কাজ করে চলছেন নিরলসভাবে। এবং জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের সেবায় নিয়োজিত থাকতে চান।
আলহাজ্ব আবু তৌহিদ ঢাকা ১১ সংসদ আসন নং ১৮৪ রামপুরা,বাড্ডা, ভাটারা, সর্বস্তরে জনগণে কাছে দোয়া চেয়েছেন ।