শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫০ পূর্বাহ্ন
রফিকুল হক শিকদার জাহাঙ্গীর
রাজধানীর উত্তরখান থানাধীন কাঁচকুড়ায় জমি সংক্রান্ত বিরোধে হামলা ও ভাংচুরের শিকার হওয়ার ঘটনা ঘটেছে। জমির পরিমাণ ৩ কাঠা
জানা যায়, গত ১৬/০৬/১৯৭৯ ইং সালে এ কে এম আবদুস সাত্তার, কাচকুড়া নিবাসী দুখাই বেপারীর নিকট থেকে সাব-কবলা দলিল (দলিল নং ৮৯৩১) মূলে ক্রয় পূর্বক ভোগদখল করে আসছে। অতঃপর দুখাই বেপারী ঐ একই জমি প্রতারণা পূর্বক মোসাঃ ফেরদুসী বেগমের নিকট বিক্রয় করে ২২/১২/১৯৮৬ইং (দলিল নং ১০৬৯০) তারিখে সাব-কবলা মূলে।
উপরোক্ত ঘটনাকে কেন্দ্র করে এ কে এম আবদুস সাত্তার এর পক্ষে মোঃ সিরাজুল ইসলাম বাদী হয়ে দেওয়ানী মোকদ্দমার নং ১৫৫৫/২০২২ দায়ের করে, যা চলমান প্রক্রিয়ায় আছে। মামলা চলমান অবস্থায় গত মোসাম্মত ফেরদৌসী বেগমের নির্দেশে বহিরাগত প্রায় ৪০/৫০ লোকের অনুপ্রবেশ ঘটিয়ে জমির সাইনবোর্ড অপসারণ, ভাংচুর ও গাছপালা কর্তন করে অবৈধভাবে জমি দখল করার চেষ্টা চালাচ্ছে বলে জানা যায়। মোঃ সিরাজুল ইসলাম এর ছেলে মোঃ জুবায়ের হোসেন জানান তার পিতা গত ১৭ই জুন হজ্বের উদ্দেশ্যে সৌদি আরব গমন করলে এ সমস্ত ঘটনা ঘটাচ্ছে।