সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩০ অপরাহ্ন
মোহাম্মদ জসিম উদ্দিন তুহিন/যশোর জেলা প্রতিনিধি
যশোরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে অস্ত্র-গুলি ও মাদকসহ তিন কারবারি আটক হয়েছে। গত বৃহস্পতিবার (৬ জুলাই) ২০২৩ ইং গভীর রাতে যশোরের মনিরামপুর উপজেলার উত্তর খেদাপাড়া গ্রামে অভিযান চালিযে তাদেরকে আটক করা হয়।আটককৃতরা হলো, মণিরামপুর উপজেলার খেদাপাড়া গ্রামের মৃত মোকসেদ মাস্টারের ছেলে আবু সিনহা ওরফে বাবুসোনা (৪২), একই গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে হাফিজুর রহমান (৩২) ও মাহাবুর রহমান (২৫)। এসময় আবু সিনহার বসতঘর থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও ৫০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।শুক্রবার (৭ জুলাই) বেলা সাড়ে ১১টায় ডিবি কার্যালয়ে পুলিশ পরিদর্শক শহিদুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে একথা বলেন। তিনি বলেন, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে গোপন খবর ছিলো আবু সিনহার বাড়িতে অস্ত্র-গুলি নিয়ে অবস্থান করছে একটি মাদকচক্র। ডিবি পুলিশ সেখানে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও ৫০ পিস ইয়াবা উদ্ধার করে। এসময় ওই তিনজনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মনিরামপুর থানায় দুটি মামলা দায়ের করা হয়।