সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৮:০১ অপরাহ্ন
মোহাম্মদ জসিম উদ্দিন তুহিন
যশোর জেলা প্রতিনিধি দৈনিক ঢাকার কন্ঠ
যশোরে বাস ও ইজিবাইকের সংঘর্ষে একই পরিবারের পাঁচজনসহ সাতজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যশোর-মাগুরা সড়কের লেবুতলা ব্রিজের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন সাতজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে যশোর থেকে মাগুরার দিকে একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব-১৪-৩৮৭৬) যশোরমুখী একটি যাত্রীবাহী ইজিবাইককে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই চারজন মারা যান।হাসপাতাল সূত্রে জানা যায়, নিহতরা হচ্ছে তিন বছর বয়সী দুই ভাই (জমজ) হাসান ও হোসেন, তাদের বোন খাদিজা (৭) মা সোনিয়া খাতুন (৪৫) ও নানী ফায়মা খাতুন (৬৫)সোনিয়া খাতুনের স্বামীর নাম হেলাল উদ্দিন, তারা যশোরের বাঘারপাড়া উপজেলার যাদবপুর গ্রামের বাসিন্দা। এছাড়া নিহত অপর দুইজনের নাম পাওয়া যায়নি।যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে চারজনের মরদেহ দেখতে পাই।
আহত দুইজনকে উদ্ধার করে তাদের যশোর জেনারেল হাসপাতালে আনি। সর্বশেষ কতজন মারা গেছেন, আমরা বলতে পারবো না।যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন বলেন, রয়েল পরিবহনের একটি বাস মাগুরার দিকে যাচ্ছিলো।
ওই সময় পাশের একটি রাস্তা থেকে প্রধান সড়কে একটি ইজিবাইক উঠার সময় বাসটি তাদের চাপা দেয়। ওই ইজিবাইকে আটজন ছিলেন। এদের মধ্যে একই পরিবারের পাঁচজনসহ মোট সাতজন মারা যান। আমরা বাসটি আটক করেছি। খুব শিগগির বাসের চালক ও হেলপারকে আটক করা সম্ভব হবে।