সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫৯ পূর্বাহ্ন
ডেক্স নিউজ :
পৃথিবীতে রাষ্ট্র প্রধানদের ভিতরে কানাডার প্রধানমন্ত্রী আমার একজন পছন্দের লোক।
শুধু আমিই নোই পৃথিবীর বেশির ভাগ মানুষই তাকে পছন্দ করেন। লোকে বলে নারী অর্থ চায়, বৃত্তচায়, ক্ষমতা চায়, নিরাপত্তা চায়, একই সঙ্গে একজন, সুপুরুষ চায়। ব্যক্তিত্বপূর্ণ একজন পুরুষই নারীর প্রথম পছন্দ। জাস্টিন টুডোর এ সবের কি নেই। তবুও সংসারটা টিকলো না।
আসলে এটাই জীবনের চরম সত্য, সংসার জীবনটা একটা অদ্ভুত জায়গা। কোন কিছুর সঙ্গে এর হিসাব মিলে না। যে পুরুষ কানাডার মত একটি দেশ চালাতে পারেন, বিশ্ব মানুষের মন জয় করতে পারেন।
সে তার স্ত্রীর আকাঙ্ক্ষিত পুরুষ হতে পারলেন না কেন? সংসার করতে করতে খুব গোপনে সূক্ষ্ম ভাবে সুখের তারটা ছিঁড়ে গেল। টের পেতে পেতে অনেক দেরি হয়ে গেল। কেউ বা জোড়া তালি দিয়া সেটা টেনে বেড়ায়। এটার নামই জীবন।