শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
🏆চেয়ে থেকোনা ❓ জয়পুরহাটের পাঁচবিবিতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে যুবককে কুপিয়ে আহত গলাচিপায় নবজাগরণ ইয়ুথ ফাউন্ডেশন এর ফ্রী চিকিৎসা সেবা ও ব্লাড গ্রুপ নির্নয় ক্যাম্প অনুষ্ঠিত কুয়াকাটা সীবিচ এর গাজী রেস্তোরার খাবার স্বাদে এক ও অনন্য নাটোরের বাগাতিপাড়া থেকে এক যুবকের মরদেহ উদ্ধার রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের তামার তারসহ আটক ৩, মাইক্রোবাস জব্দ ক্ষমতায় যেতে নয় দেশের মালিকানা জনগণকে ফেরত দিতেই আন্দোলন ,গয়েশ্বর চন্দ্র রায় অনলাইন ক্যাসিনো খেলে রাতে কোটিপতি দিনের ফকির…! স্বপ্নের পিছনে দৃঢ প্রত্যয়ে ছুটে চলা, অদম্য এক যুবকের গল্প গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশন মেধাবী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের প্রাপ্য সম্মান সংবর্ধনার মাধ্যমে প্রদান 

কবি ও চিকিৎসক মমতাজ রহমান এর কবিতা ‘মানুষ হবো’

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

 

সংগ্রহ – শোয়েব হোসেন (সাংবাদিক)

“মানুষ হবো”

ডাক্তার মমতাজ রহমান

এই প্রকৃতির আলো বাতাসে

বেড়ে উঠেছি আমি প্রকৃতির সন্তান।

মানুষ হতে পারলাম কিনা

সত্যি কি সেটা ভেবেছি।

হাত থাকলে, পা থাকলে,

চোখ থাকলে, মাথা থাকলে

তাহলেই তো মানুষ সবাই বলে।

বিবেকের কাছে

সত্যি কি প্রশ্ন করেছি

কতটুকু সত্যিকারের

মানুষ হতে পেরেছি।

আল্লাহ বল,ভগবান বল,ঈশ্বর বল

সবইতো এক জানি, ধর্ম নিয়ে

বাড়াবাড়ি নাইবা আর করি।

সবার উপরে মানুষ সত্য,

শিখেছিলাম সেই কবে।

কতটুকু কি করতে পেরেছি

জানিনা তো তবু আজ।

চেয়েছি তো পাশে থাকতে,

সেই কোন অনাথিনীর

চোখের পানি মুছতে

কোন অসুস্থ বৃদ্ধ বাবার হাত

ধরতে চলতে চলতে থেমে

যাওয়া জীবন তরীর

সেই মানুষটিকে বেঁচে থাকার

স্বপ্ন দেখাতে।

আজও জানিনা, আজও শিখিনি

কিভাবে মানুষ হবো

যুগ যুগ ধরে জ্ঞানী গুণীজন

শিখিয়েছেন কত কথা

মন কাঁদে আমার,

প্রাণ থাকে না আমার ভিতরে

যখন দেখি মানুষগুলো

সব বাঁচবে বলে,

সুন্দর পৃথিবীকে আরো

কিছুদিন দেখবে বলে

জীবনের সঙ্গে লড়াই

করে চলেছে প্রাণপন।

মুছতে গিয়ে তাদের চোখের পানি,

কেঁদে ফেলি নিজেই আমি।

দুহাতে তাই স্বপ্নগুলোকে

উড়িয়ে দেই দূর আকাশে।

জীবন থেকে শিখছি তাই

সত্যিকারের মানুষ হবার অংকটা।

নির্ঘুম রজনী পেরিয়ে যেসব

মানুষ সারারাত জেগে থাকে

এক ফোঁটা অক্সিজেনের আশায়

প্রচন্ড ব্যাথায় কাতরানো যে মানুষটি

ফ্যাল ফ্যাল করে তাকিয়ে

থাকে চোখের দিকে

আমার তখন মনে হয়,

আমি কি মানুষ হতে পারব।

মনের সাথে আজও মিলাতে পারিনা

সত্যিকারের মানুষ হওয়ার

অংকটাই যে বড়ই কঠিন।

Please Share This Post in Your Social Media

দৈনিক ঢাকার কন্ঠ
© All rights reserved © 2012 ThemesBazar.Com
Design & Developed BY Hostitbd.Com