শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৯:৫৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
মানিকগঞ্জের ঘিওর এলাকার হতদরিদ্র ২০টি পরিবার : ঢাক-ঢোল বিক্রি করে চলে ওদের সংসার  মিরপুর -আশুলিয়া সড়ক পেশাদার  ছিনতাইকারী, ডাকাত ও অপরাধীদের অভয়ারণ্য আগামী বছর জুন- জুলাইয়ে পূর্ণাঙ্গ রূপ পাবে বিমানবন্দরের দৃষ্টিনন্দন থার্ড টার্মিনাল : থার্ড টার্মিনালের প্রায় ৯৮ ভাগ কাজ সম্পন্ন হবিগঞ্জ জেলায় ৬৩৬ পূজামন্ডপে নিরাপত্তায় থাকবে ৪০৯৮ জন আনাসর ও ভিডিপি সদস্য। উত্তরার জামির আলী মার্কেটের দোকান ভাড়াকে কেন্দ্র করে ষড়যন্ত্রমূলকভাবে গ্রেপ্তার হলেন যুবদল নেতা মিলন ৭৫ তম বর্ষের, বরানগর মল্লিক কলোনী সার্বজনীন দুর্গোৎসবের শুভ উদ্বোধন।  ফুটপাত,অটো ও বাজার ব্যবস্থাপনা নিয়ে খিলক্ষেত থানার ওসি ও বাজার ব্যবসায়ীর সাথে মতবিনিময় শেরপুরে বন্যা পরিস্থির অবনতি: মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ জনে এনএসআই’র সাবেক মহাপরিচালক জোবায়ের ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা পটুয়াখালী ভার্সিটি, উপাচার্যের সঙ্গে কর্মকর্তাদের মতবিনিময়।। 

কাজ শেষে বাবার সাথে বাড়ি ফেরা হলোনা অসীমের

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

রিপন কান্তি গুণ, নেত্রকোনা জেলা প্রতিনিধি;

 

নেত্রকোনার বারহাট্টা উপজেলার সদর এলাকায় নেত্রকোনা-মোহনগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে দাড়িয়ে থাকা ট্রাকের সাথে মোটর সাইকেলের ধাক্কায় অসিম সরকার (২০) নামের এক কিশোর নিহত হয়ছে।

বৃহস্পতিবার ০৮/০৯/২০২৩ ইং দিবাগত রাত আনুমানিক ১টার দিকে নেত্রকোনা-মোহনগঞ্জ মহাসড়কের বারহাট্টা উপজেলার বারহাট্টা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলে নিহত অসীম সরকার (২০) উপজেলার গড়মা গ্রামের সুবল সরকারের ছেলে। এই দূর্ঘটনায় আহত অপর আরোহী উপজেলার আসমা গ্রামের শফিকুল ইসলামের ছেলে রেহান মিয়া (১৫)।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন কুমার সাহা শুক্রবার সকালে এই তথ্য নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, অসীম সরকার ও রেহান মিয়া দু’জনেই গোপালপুর পশ্চিম বাজারে একটি মোটরসাইকেল গ্যারেজে মোটর মেকানিকের কাজ করতো। গতকাল বৃহস্পতিবার রাতে বরাবরের মতো কাজ শেষে একসাথে কাজ করা গ্যারেজের সঙ্গীকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য দুইজন মোটর সাইকেলে করে পূর্ব বাজারের দিকে যাওয়ার পথে বারহাট্টা বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে শহীদমিনারের সামনের সড়কে পৌঁছার পর অসাবধানতা বশত, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সাথে মোটর সাইকেলটির ধাক্কা লাগে। মোটরসাইকেলটির গতি বেশী থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সাথে ধাক্কা লেগে চালক অসীম ও আরোহী দু’জনই ছিটকে পড়ে মারাত্নক আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক অসিম সরকারকে মৃত ঘোষনা করে এবং আহত রেহানকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল হাসপাতাল (মমেক) এ প্রেরণ করেন।

নিহত অসীমের বাবা সুবল সরকারের সাথে কথা বললে তিনি বলেন, গতকাল কাজ থেকে আসীমের বাড়ি ফিরতে রাত বেশি হচ্ছিল। তাই আমি অসীমকে আনতে গ্যারেজে গিয়েছিলাম, অসীম আমাকে গ্যারেজে বসিয়ে রেখে তার সঙ্গীকে বাড়ি পৌঁছে দিতে গিয়েছিল। যাওয়ার পথেই ট্রাকের ধাক্কায় আমার ছেলে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে আমি গ্যারেজ মালিককে নিয়ে হাসপাতালে ছুটে যাই। গিয়ে দেখি আমার ছেলের মৃতদেহ হাসপাতালের বেডে পড়ে আছে।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন কুমার সাহা বলেন, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তার পরিবারের হাতে লাশ তুলে দেওয়া হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কারো বিরুদ্ধে কোন রকম লিখিত অভিযোগ পাওয়া যায় নাই।

 

 

 

 

 

 

 

 

Please Share This Post in Your Social Media

দৈনিক ঢাকার কন্ঠ
© All rights reserved © 2012 ThemesBazar.Com
Design & Developed BY Hostitbd.Com