সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৯:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
লালমনিরহাটে বিশেষ অভিযানে গাঁজা সহ মাদক কারবারি আটক সকালের সূর্যের আলো ছড়িয়ে দেয় এক ধরনের মুগ্ধতা গাজীপুরে ফ্ল্যাট ব্যবসার নামে প্রতারণার ফাঁদ পেতেছে সেবা কনসট্রাকশন লিমিটেড এন্ড প্রপার্টিজ রাজধানীর উত্তরা খুনসহ ছিনতাই এর রহস্য ২৪ ঘন্টার কম সময়ে উন্মোচনঃ গ্রেফতার ২ উত্তরা কামারপাড়া মামস্ স্কুল প্রাঙ্গণে আলোচনা ও এস এসসি/ সমমান-উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৩  বৈরী পরিবেশ উপেক্ষা করে এমপি নাবিলের উন্নয়ন ও শান্তি সমাবেশে জনতার ঢল কলাপাড়া উপজেলা যুবলীগের সম্মেলন তৃণমূলের ভরসা কবির বটিয়াঘাটায় তিন বিঘা আমন ধানের ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে  ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন এর আহবানে,, রানী রাসমণি রোডে, ধিক্কার মিছিল ,,,বিক্ষোভ ও সমাবেশ  উত্তরা ১০ আন্ত: শ্রেণি ফুটবল টুর্নামেন্ট -২০২৩ ডিয়াবাড়ি মডেল হাই স্কুল- ৯ম শ্রেনিকে ৩-১ গোলে হারিয়ে ১০ম শ্রেনি চ্যাম্পিয়ন 

বাজারে আসছে আইফোন ১৫

নিউজ: দৈনিক ঢাকার কন্ঠ 

 

আজ (১২ সেপ্টেম্বর) আসছে আইফোন ১৫। নতুন আইফোন নিয়ে অ্যাপলপ্রেমীদের ঘুম নেই। পুরো বিশ্ব অপেক্ষায় সেই বিশেষ মুহূর্তের। অ্যাপল কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের ওয়ান্ডারলাস্ট ইভেন্ট আজ অনুষ্ঠিত হতে চলেছে। সেখানেই লঞ্চ হবে আইফোন ১৫ সিরিজ। অধীর আগ্রহে অপেক্ষা করছেন অ্যাপল ইউজাররা। এই বছর অ্যাপল ইভেন্ট বিশেষ হতে চলেছে, কারণ আইফোন ১৫ সিরিজে আগের মডেলের তুলনায় কোম্পানি অনেক আপগ্রেড আনতে চলেছে।

 

অ্যাপলের এই ওয়ান্ডারলাস্ট ইভেন্ট অনুষ্ঠিত হতে চলেছে আজ বাংলাদেশ সময় রাত ১১টায়। অ্যাপল টিভি অ্যাপের পাশাপাশি এই ইভেন্টের লাইভ স্ট্রিম চলবে অ্যাপল ডটকম-এও। অ্যাপল পার্কে আয়োজিত হতে চলেছে এই ইভেন্ট। চাইলে সরাসরি ওয়ান্ডারলাস্ট ইউটিউব চ্যানেল থেকে লাইভে যুক্ত হতে পারেন।

পুরো বিশ্বে রয়েছে আইফোন নিয়ে বাড়তি এক উন্মাদনা। এবার অ্যাপল একসঙ্গে ৫ আইফোন আনছে বাজারে। যেগুলো হবে আগেরগুলো থেকে অনেক উন্নত। শোনা যাচ্ছে, এই আইফোন সিরিজে ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট থাকতে পারে। অর্থাৎ অ্যান্ড্রয়েড ফোনের চার্জার দিয়েই চার্জ হবে আইফোন ১৫। আইফোন ১৫ প্রো-তে একটি টাইটানিয়াম ফ্রেম ও গোলাকার টপ নচের সঙ্গে আসবে। এখন পর্যন্ত আইফোনে শার্প এজ পাওয়া যাচ্ছে।

 

শুধু আইফোন সিরিজ নয়, এর সঙ্গে আরও বেশকিছু পণ্য লঞ্চ করবে অ্যাপল। এবার আইফোন ১৫-এর সঙ্গে আসতে পারে অ্যাপল ওয়াচ ৯ সিরিজ, অ্যাপল ওয়াচ আলট্রা ২ এর সঙ্গে আইওএস ১৭, ওয়াচ ওএস ১০, টিভি ওএস ১৭। তবে অ্যাপল নিশ্চিতভাবে কিছুই জানায়নি। নিশ্চিত হতে আরও কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হবে।

বিশ্লেষক লুক ইন জানিয়েছেন, স্টেইনলেস স্টিলের পরিবর্তে টাইটানিয়াম চেসিস ও পেরিস্কোপ ক্যামেরা সিস্টেম ব্যবহার করার কারণে আইফোন ১৫ প্রোর দাম বৃদ্ধি পাবে। আইফোন ১৫ প্রো ফোনের দাম ৯৯৯ ডলার থেকে শুরু হতে পারে। আইফোন ১৫ প্লাস ফোনটি ১০৯৯ ডলার সহ আসতে পারে। এছাড়া কোম্পানি আইফোন ১৫ প্রো মডেলটি প্রিমিয়াম রেঞ্জ প্রাইস ১১৯৯ ডলার সহ আসবে। খবর অনুযায়ী অ্যাপেল এবার আইফোন ১৫ প্রো মাক্স এর পরিবর্তে আইফোন ১৫ প্রো আলট্রা হিসেবে আনতে পারে, যার দাম ১২৯৯ ডলার হতে পারে।

 

Please Share This Post in Your Social Media

দৈনিক ঢাকার কন্ঠ
© All rights reserved © 2012 ThemesBazar.Com
Design & Developed BY Hostitbd.Com