রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৩ অপরাহ্ন
মোঃ বিলাল উদ্দিন,বিশেষ প্রতিনিধিঃ
নন্দিত শহর সালমিয়া , কুয়েতে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা,স্মৃতিচারণ ও অতিথিদের ফুল দিয়ে বরণের মাধ্যমে অনুষ্ঠিত হলো কুয়েত বাংলা প্রেসক্লাবের নবগঠিত কমিটি (২০২৩-২০২৫ ২৬) এর অভিষেক অনুষ্ঠান।
শনিবার (৪ নভেম্বর ২৩) রাত ৪ টায় কুয়েত বাংলা প্রেসক্লাবের উদ্যোগে কুয়েতের নন্দিত শহর সালমিয়ার ভোজন বাড়ি রেস্তোরাঁ এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কুয়েত বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা নবনির্বাচিত সভাপতি আল আমিন সরকারের এর সভাপতিত্বে ও বাংলা প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ আলাল আহমদ ও সহ সভাপতি দৈনিক ঢাকার কন্ঠের বিশেষ প্রতিনিধি মোঃবিলাল উদ্দিনের সাবলীল সঞ্চালনায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন কুয়েতের সভাপতি নাছির উদ্দীন খোকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুহুল আমিন সাধারণ সম্পাদক সাংবাদিক ইউনিয়ন কুয়েত,বিশেষ অতিথি হিসেবে বিশিষ্ট ব্যবসায়ী ক্রীড়া সংগঠক হুমায়ুন কবির আলী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েতের বিশিষ্ট ব্যবসায়ী রাশেদ পাঠান মোশারফ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ বেলাল উদ্দিন আহবায়ক ইন্টারন্যাশনাল মিডিয়া ফোরাম কুয়েত,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন কুয়েতের উপদেষ্টা আবু সাঈদ খুতুবু উদ্দিন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েতের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মুহিত নাজমুল,এ সময় আরো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা প্রেসক্লাব কুয়েতের নবনির্বাচিত সিনিয়র সহ-সভাপতি আহাদ আম্বিয়া খোকন,বাংলা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ বিলাল উদ্দিন,বাংলা প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদ শেখ নাসের,
এ সময় আরো আয়োজিত অনুষ্ঠানে বিশিষ্ট সংগঠক মোঃ কামাল হোসেন, বিশিষ্ট সংগঠক আমির হোসেন মুন্সী,সংগঠক সাজ্জাদ মিয়াজী,মোহাম্মদ মোস্তফা মিয়া,সাংস্কৃতিক অঙ্গনের কারিগর হাসান অভি,কুয়েতের পরিচিত কণ্ঠশিল্পী আশরাফুল আলমসহ আরো অনেকে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুয়েত বাংলা প্রেসক্লাবের বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করেন। পাশাপাশি কুয়েত গণমাধ্যম গুলোতে যুক্ত হয়ে বাংলাদেশি প্রবাসীদের সুখ দুঃখে পাশে দাঁড়িয়ে সহযোগিতা করার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে সংগীত পরিবেশন করেন
কুয়েতের পরিচিত মুখ কণ্ঠশিল্পী আশরাফুল আলমসহ স্হানীয় শিল্পীরা।