শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ১০:১৫ পূর্বাহ্ন
জয়পুরহাট প্রতিনিধিঃ
তৃতীয় বারের ৪৮ঘন্টা অবরোধের প্রথমদিন আজ বুধবার (৮ ই নভেম্বর) জয়পুরহাট শহরে যান চলাচল অনেকটাই স্বাভাবিক লক্ষ্য করা গেছে। জয়পুরহাট জেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে শহরের জিরো পয়েন্ট কেন্দ্রীয় মসজিদ চত্বরে মানববন্ধন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জয়পুরহাট জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শাম্মী আজিজ সাজের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবিনা চৌধুরীসহ বিভিন অঙ্গ সংগঠনের নেতারা।
রেল স্টেশনে বাড়ানো হয়েছে নিরাপত্তা এ ছাড়া জয়পুরহাটের সাথে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে ও ছোট যানবাহন চলছে।
বিএনপি-জামায়াতের এ অবরোধ কর্মসূচি ঘিরে নাশকতা ঠেকাতে মাঠে রয়েছে পুলিশ, র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনী।