মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
গাজীপুরের শিল্প কারখানায় নৈরাজ্য ঠেকাতে ১৮ নং ওয়ার্ড বিএনপি’র অবস্থান কর্মসূচি পালন  ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সীমান্তে বাংলাদেশী নাগরিক হত্যা করছে: ডা. ইরান নওগাঁয় সংবাদ প্রকাশের জের ধরে দুই সাংবাদিককে তুলে নিয়ে গিয়ে নির্যাতন। ভালুকায় চাঁদার দাবিতে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ে দুর্নীতিবাজদের, বিচারের দাবিতে মানববন্ধন। ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার উদ্যোগে গণ-সমাবেশ  ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনেট কার পার্কিং দখল করে ভাসম্যান দোকান, মাদকসেবিদের দৌরাত্ম হঠাৎ ঢাকায় এসেছেন কোকোর স্ত্রী শর্মিলা রহমান ৭ দিনের রিমান্ডে সাবেক আইজিপি শহীদুল হক সেই আব্দুল্লাহিল কাফী ৮ দিনের রিমান্ডে

তুরাগে ২২০০পিচ ইয়াবাসহ কতিপয় দুই মাদক কারবারি আটক।

নিউজ দৈনিক ঢাকার কণ্ঠ

জিয়াউর রহমান জিয়া

রাজধানীর তুরাগ থানাধীন কামার পাড়া নতুন বাজার এলাকা থেকে, দুই জন কতিপয় মাদক ব্যবসায়ীকে আটক করেছেন তুরাগ থানার পুলিশ, গ্রেপ্তারকৃতদের নাম (১) মোঃ সেফায়েত হোসেন (২৮)ও (২) খাইরুল বাশার (৩৪)   এসময়  তাদের নিকট থেকে ২২০০ পিচ ইয়াবা  উদ্ধার করা হয়,  তুরাগ থানার উপ-পরিদর্শক আল আরাফাত মিঠুন জানায়,০৯ নভেম্বর) বৃহস্পতিবার রাত ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে কামার পাড়া নতুন বাজার এলাকা হতে,টেকনাফ থেকে আশা মাদক ব্যবসায়ীদেরকে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ইবায়াসহ গ্রেফতার করেন, মাদক বিরোধী টিম ৯-১১-২০২৩ ইং গ্রেপ্তারকৃত আসামি মোঃ সেফায়েত হোসেন পিতা; -কাদের হোসেন, (সাবেক মেম্বার)সাং-হোয়াইক্যং কাটাখালী, থানা টেকনাফ -জেলা কক্সবাজার।

২ মোঃ খাইরুল বশর পিতা-মৃত হোসাইন-সাং কেরুনাতলী,উওর হ্নীলা-থানা টেকনাফ -জেলা কক্সবাজার। গ্রেপ্তারের পর তাদের কাছে পাওয়া মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও জব্দকৃত মালামালসহ ১০-নভেম্ব ২০২৩ইং  তুরাগ থানায় মাদকদ্রব্য  নিয়ন্ত্রণ আইনে মামলা রজু হয় মামলা নং ১১ -মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে নেতৃত্বে ছিলেন -এসআই আল আরাফাত মিঠুন,বিপি-সহকারী এএসআই আহসান হাবীব ও এএসআই  আব্দুল-মোতালেব –                                                       গ্রেফতারকৃত আসামিদের বিষয়ে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি- মওদুদ হাওলাদার,বিপি-সাথে কথা বলে জানা যায় – তাঁরা দুইজন কতিপয় মাদক কারবারি- জব্দকৃত মালামালসহ- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা  হয়,মাদক কারবারিদের উদ্দেশ্য করে বলেন মাদক বিরোধী অভিযান বহাল ,

দেশের সকল জনগণের জান মালের নিরাপত্তায় পুলিশ বদ্ধপরিকর

Please Share This Post in Your Social Media

দৈনিক ঢাকার কন্ঠ
© All rights reserved © 2012 ThemesBazar.Com
Design & Developed BY Hostitbd.Com