সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ১১:০১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
বিশ্ব মানবাধিকার দিবস পালিত হল, নিউ দিল্লির,, ভারত মন্দা পামে,, চট্টগ্রামে খুলশি টাউন সেন্টারে,এলিনাস ওয়ারড্রব,উদ্বোধন কলকাতা,১০০০ দিন পূর্ণ উপলক্ষে,,অভিনব বিক্ষোভ দেখালেন ন্যাড়া হয়ে,,, কালীগঞ্জ ৯০বোতল ফেনসিডিল,পিকআপসহ গ্রেফতার২  কুয়েতে উৎসব মুখর পরিবেশে জালালাবাদ অ্যাসোসিয়েশনের পরিচিতি অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত কাউনিয়ায় বিএনপি নেতা বাবলু কর্তৃক দৈনিক সকালের সময় প্রতিনিধি লাঞ্চিত নেত্রকোণায় মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে হানাদার মুক্ত দিবস পালিতঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে চড়া দামে পিয়াজ বিক্রি ভোগান্তিতে ক্রেতারা উত্তরা সেন্ট্রাল প্রেসক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো সাংবাদিকদের মিলনমেলা উত্তরা সেন্ট্রাল প্রেসক্লাবের,আয়োজিত বৃহত্তর উত্তরা সাংবাদিকদের মিলনমেলা

সামাজিক উন্নয়নে অবদান রাখছেন নারী উদ্যোগতা তাসলিমা আক্তার রিমিন

নিউজ দৈনিক ঢাকার কণ্ঠ 

নিজস্ব প্রতিবেদক :

তাসলিমা আক্তার রিমিন একজন নারী উদ্যোগতা। কিন্তু নারী উদ্যোগতার পাশাপাশি একজন সামাজিক উন্নয়নে কাজ করে যাওয়া একজন নারী। যিনি মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন তৈরি করছেন আরও নারী উদ্যোগতা। কাজ করে যাচ্ছেন নারীদের বিভিন্ন সেক্টর থেকে নারীদের বিভিন্ন সুযোগ সুবিধা পায়িয়ে দেওয়ার জন্য। এমন কি গ্রামের দরিদ্র, সুবিধা বঞ্চিত নারীদের বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে করে তুলছেন স্বঃনির্ভর।

তাসলিমা আক্তার রিমিনের সাথে কথা বলে জানা যায়,তিনি বলেন আমি ২০১৩ সালে উদ্যোগতা জীবন শুরু করি কিন্তু সেটা চালিয়ে যেতে পারেননি। পরে আবার ২০১৭ সাল থেকে তিনি পুরো দমে কাজ শুরু করি। আমি নিজে একজন উদ্যোতার পাশাপাশি একজন সমাজকর্মীও। সমাজের পিছিয়ে পরা নারীদের নিয়ে কাজ করছি তাদের স্ব:নির্ভর করার জন্য ফ্রী ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি। ব্লক,বাটিক,বিউটিফিকেশন, নকশী তোলার কাজে ট্রেনিং করিয়েছি একদম বিনামূল্যে। তাছাড়া আমার বাড়ির সামনে একটি স্কুল করে দিয়েছি যেখানে বাচ্চারা বিনামূল্যে পড়াশোনা করে। এখন পর্যন্ত ৩০ টি শেলাই মেশিনের ব্যবস্থা করে দিয়েছি বিভিন্ন সংস্থার সহযোগিতায়। তাছাড়াও আমার নিজের অর্থায়নে একজন লোককে চায়ের স্টল দিয়ে দিয়েছি আমার নিজের জায়গায় একদম বিনামূল্যে। যাদিয়ে উনার সংসার চলে।

আমি বর্তমানে তিনটি সংঘটনের সাথে যুক্ত আছি ছায়নট, শিশুতোষ ও মানবতার দরজা যাদের কাজ হচ্ছে বয়স্ক ওশিশু সংঘটন শিশুদের অধিকার নিয়ে কাজ করা। এছাড়া নেত্রকোনা জেলার নারী উদ্যোগতাদের পন্য প্রদর্শনী ও বিক্রয়কেন্দ্রের সাধারান সম্পাদক ও ওমেন্স এন্ড ই-কমার্স ট্রাস্ট এর নেত্রকোনা জেলার জেলা প্রতিনিধি আমি।এমনকি নারী এবং শিশু খাতে অবদানের জন্য আমাকে চেয়ারম্যান মহোদয় সম্মাননা দেন।

Please Share This Post in Your Social Media

দৈনিক ঢাকার কন্ঠ
© All rights reserved © 2012 ThemesBazar.Com
Design & Developed BY Hostitbd.Com