সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ১২:৩৮ অপরাহ্ন
জিয়াউর রহমান জিয়া ….
রাজধানীর উত্তরা অন্তর্ভুক্ত ৩ নং সেক্টর থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নারী পুলিশের সহায়তায় দুই জন ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন চট্টগ্রাম চাঁনগাঁও খেজুরতলা কালুরঘাটের বাসিন্দা জান্নাতুল ফেরদৌস ববি ও টেকনাফের বাসিন্দা ১২ বছরের শিশু পায়েল।
তাদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের জিম্মায় নেওয়া হলে তারা জানায়, তারা উভয়ে অভিনব কায়দায় প্যাকেট করে পেটের মধ্যে পলিথিন ও কালো স্কচটেপে মোড়ানো অবস্থায় ইয়াবা ট্যাবলেট বহন করছে।
পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আসামী ২৫ পোটলা ইয়াবা ট্যাবলেট, যাহার প্রতিটি পোটলায় ৩০ পিচ করে সর্ব মোট ৭৫০ পিচ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উভয়ে পেশাদার মাদক ব্যবসায়ী এবং অবৈধ ভাবে ইয়াবা ট্যাবলেট মুখের মাধ্যমে অভিনব কায়দায় পেটের ভিতরে প্রবেশ করিয়ে বিমানযোগে কক্সবাজার থেকে ঢাকায় নিয়ে আসে।
তাদেরকে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় অপরাধ করায় তাদের বিরুদ্ধে উক্ত ধারায় উত্তরা পশ্চিম থানায় নিয়মিত মামলার রুজু হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের ব্রিফিং করে-উত্তরা জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার মিরজা সালাউদ্দিন (পি পি এম)।