সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ১১:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
বিশ্ব মানবাধিকার দিবস পালিত হল, নিউ দিল্লির,, ভারত মন্দা পামে,, চট্টগ্রামে খুলশি টাউন সেন্টারে,এলিনাস ওয়ারড্রব,উদ্বোধন কলকাতা,১০০০ দিন পূর্ণ উপলক্ষে,,অভিনব বিক্ষোভ দেখালেন ন্যাড়া হয়ে,,, কালীগঞ্জ ৯০বোতল ফেনসিডিল,পিকআপসহ গ্রেফতার২  কুয়েতে উৎসব মুখর পরিবেশে জালালাবাদ অ্যাসোসিয়েশনের পরিচিতি অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত কাউনিয়ায় বিএনপি নেতা বাবলু কর্তৃক দৈনিক সকালের সময় প্রতিনিধি লাঞ্চিত নেত্রকোণায় মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে হানাদার মুক্ত দিবস পালিতঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে চড়া দামে পিয়াজ বিক্রি ভোগান্তিতে ক্রেতারা উত্তরা সেন্ট্রাল প্রেসক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো সাংবাদিকদের মিলনমেলা উত্তরা সেন্ট্রাল প্রেসক্লাবের,আয়োজিত বৃহত্তর উত্তরা সাংবাদিকদের মিলনমেলা

চাকরির নামে প্রতারণা, গ্রেফতার ৩ বেতন ১০ হাজার, জামানত ২০ হাজার, সেই টাকা নিয়েই চম্পট!

নিউজ দৈনিক ঢাকার কণ্ঠ 

ডেক্স নিউজ: 

রাজধানীর,মিরপুরে চাকরির নামে প্রতারণার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল মিরপুর মধ্য পীরের বাগ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা চাকরি দেওয়ার নামে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নিয়ে তা আত্মসাৎ করে ফেলেন। গ্রেফতার ৩ জন হলেন, মোসাঃ জেসমিন রেজা (৪০) , মোঃ মির্জা সাগর (২১) ও জোবায়ের হোসেন (২৫)।

গ্রেফতার ৩ জন প্রতারক। তারা নিজেদের BE ALERT Security Services Limited নামের প্রতিষ্ঠানের কর্মকর্তা হিসেবে পরিচয় দেন। গ্রেফতার জেসমিন উক্ত প্রতিষ্ঠানের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) এবং বাকি দুইজন কর্মকর্তা পরিচয় দেন। এরপর চাকরি দেওয়ার নামে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নেন। এরপর চাকরিও দেন না, সেই টাকাও দেন না!

ভূক্তভোগীদের অভিযোগ, ফেসবুকে BE ALERT Security Services Limited নামের পেইজ থেকে মার্কেটিং ও নিরাপত্তারক্ষীসহ বিভিন্ন পদে চাকরির বিজ্ঞাপন দেওয়া হয়। বিজ্ঞাপনে বর্ণিত পদগুলোর জন্য ১০ হাজার টাকা, ১৫ হাজার টাকা ও ২০ হাজার টাকা বেতন দেওয়া হবে বলে জানানো হয়। সেই বিজ্ঞাপন দেখেই মিরপুরের অফিসে আসেন বেকার যুবকেরা। এসব যুবকের কাছ থেকে প্রথমেই ৫০০ টাকা করে নেন রেজিস্ট্রেশনের নামে।

এরপর জামানত হিসেবে নেন ২০ হাজার টাকা করে। ১০ হাজার টাকা বেতনের চাকরির জন্যও তাদের ২০ হাজার হাজার জামানত হিসেবে দিতে হয়। কিন্তু টাকা দেওয়ার পর আর চাকরি মেলে না। শুরু হয় টালবাহানা। প্রাপ্ত অভিযোগ মতে, তারা ৬ জনের কাছ থেকে ১ লক্ষ ২৫ হাজার টাকা জামানত নিয়ে আর চাকরি দেন নি। উল্টো তাদেরকে বিভিন্ন হুমকি ধমকি দেওয়া হয়। তার বিরুদ্ধে ৩ টি মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

দৈনিক ঢাকার কন্ঠ
© All rights reserved © 2012 ThemesBazar.Com
Design & Developed BY Hostitbd.Com