সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ১২:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
বিশ্ব মানবাধিকার দিবস পালিত হল, নিউ দিল্লির,, ভারত মন্দা পামে,, চট্টগ্রামে খুলশি টাউন সেন্টারে,এলিনাস ওয়ারড্রব,উদ্বোধন কলকাতা,১০০০ দিন পূর্ণ উপলক্ষে,,অভিনব বিক্ষোভ দেখালেন ন্যাড়া হয়ে,,, কালীগঞ্জ ৯০বোতল ফেনসিডিল,পিকআপসহ গ্রেফতার২  কুয়েতে উৎসব মুখর পরিবেশে জালালাবাদ অ্যাসোসিয়েশনের পরিচিতি অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত কাউনিয়ায় বিএনপি নেতা বাবলু কর্তৃক দৈনিক সকালের সময় প্রতিনিধি লাঞ্চিত নেত্রকোণায় মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে হানাদার মুক্ত দিবস পালিতঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে চড়া দামে পিয়াজ বিক্রি ভোগান্তিতে ক্রেতারা উত্তরা সেন্ট্রাল প্রেসক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো সাংবাদিকদের মিলনমেলা উত্তরা সেন্ট্রাল প্রেসক্লাবের,আয়োজিত বৃহত্তর উত্তরা সাংবাদিকদের মিলনমেলা

সংগ্রামী শিক্ষক বরুন বিশ্বাসের হত্যার প্রতিবাদে এবং কামদুনি ছাত্রীর খুনিদের শাস্তির দাবীতে, আজ এক মিছিল ও পথসভা,,,,

নিউজ দৈনিক ঢাকার কণ্ঠ 

রিপোর্টার , শম্পা দাস ও সমরেশ রায়, কলকাতা

কলিকাতা,আজ ১৬ই নভেম্বর বৃহস্পতিবার,, দুপুর তিনটায়,, শিয়ালদহ মিত্র ইনস্টিটিউশন এর গেটের সামনে থেকে, কলেজ স্কোয়ার বিদ্যাসাগর মূর্তির পাদদেশ পর্যন্ত,, স্কুল এমপ্লয়েজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বানে এবং বরুণ বিশ্বাস স্মৃতি রক্ষা কমিটি ও ও অন্যান্য সংগঠনের উদ্যোগে এক মিছিল ও পথসভা ,,বরুণ বিশ্বাসের হত্যার প্রতিবাদে এবং কামদুনি ছাত্রীর খুনিদের শাস্তির দাবিতে,,

২০১২ সালের ৫ জুলাই গোবরডাঙ্গা স্টেশনে বরুণ বিশ্বাসের আকস্মিক ও মর্মান্তিক হত্যাকান্ড আজও স্মরণ করে রেখেছে শিক্ষক মহল ও অন্যান্যরা,, আজও প্রকৃত দোষীদের কোন শাস্তি হলো না, বরং তারা অনায়াসে ছাড়া পেয়ে যাচ্ছে, শুধু তাই নয় কামদুনি ছাত্রীর মৃত্যুর ঘটনাও প্রমাণ করে দিয়েছে, দোষীদের শাস্তি নাই, তারা বেকসুর একের পর এক ছাড়া পাচ্ছে। তাই তারা তীব্র ধিক্কার জানালেন, এমনকি তার পরিবাররাও এই মিছিলে পা মেলান এবং মাননীয় মুখ্যমন্ত্রীর এই বিভিন্ন রকম দুর্নীতির কথা তুলে ধরেন ,,তারা বলেন পশ্চিমবঙ্গে উপযুক্ত শাস্তি হয় না দোষীদের,, বরং দোষীরা বেকসুর ছাড়া পেয়ে যায়,, আমরা এর তীব্র নিন্দা করছি, অবিলম্বে দোষীদের শাস্তি দিতে হবে। এবং বিভিন্ন দুর্নীতি মুক্ত করতে হবে।,

সারা পশ্চিমবঙ্গে অরাজকতা দিনের পর দিন বেড়ে চলেছে,, খুন ,রাহাজানি, চিটিংবাজী, চাকরি চুরি, রেশন চুরি কোনোটাতেই বাদ নাই,, চোর ডাকাতদের রাজত্ব চলছে, , আর মাননীয় মুখ্যমন্ত্রীর তাদের ছেড়ে দেয়ার ব্যবস্থা করছেন, যেভাবে কামদুনিতেও একই ঘটনা ঘটেছে, একটি নিরীহ ছাত্রী খুন হয়েছিল ,তাতেও দোষীদের কোন সাজা নাই,, তাই তারা আজ প্রমাণ করে দিলেন বরুণ বিশ্বাসের আকস্মিক ও মর্মান্তিক হত্যাকাণ্ড এবং এর সঙ্গে উক্ত মন্ত্রী জোগ সাজোস থাকা এমন নতুন কিছু নাই,, একে একে মন্ত্রীদের দুর্নীতিতে, জেল বন্দি প্রমাণ করে দিচ্ছে দেশের অরাজকতা, তাহারা আঙ্গুল তুলছেন জেলবন্দী জ্যোতিপ্রিয় মল্লিক এর দিকেও ।

বরুন বিশ্বাসের পরিবার এতদিন বুকে চেপে রেখেছেন কষ্ট, বাবা দাদা দিদি তাদের পরিবার, এমনকি কামদুনির ছাত্রীর পরিবার, আজ তারা পথে নামতে বাধ্য হয়েছেন দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে,,

তাহাদের দাবী,, আদালতের নজরদাড়িতে বরুন বিশ্বাস খুনে নিরপেক্ষ সিবিআই তদন্ত করতে হবে।

বরুন বিশ্বাস খুনের সাক্ষী,, অভিযোগকারী এবং পরিবারের জন্য উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা প্রশাসনকে করতে হবে।

সকল দোষীদের উপযুক্ত শাস্তি দিতে হবে।।

আজ এই মিছিলে উপস্থিত ছিলেন,,স্কুল এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ইন্দ্রজিৎ মন্ডল সম্পাদক ,সহ শিক্ষক,,, অনিরুদ্ধ ভট্টাচার্য কার্যকরী সভাপতি।

বরুণ বিশ্বাসের পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন জগদীশ বিশ্বাস বাবা ,, প্রমিলা রায় বিশ্বাস দিদি,,, অসিত কুমার বিশ্বাস দাদা।

কামদুনির পক্ষে উপস্থিত ছিলেন,, প্রসেনজিৎ ঘোষ ভাই,, টুম্পা কোয়েল গ্রামবাসী,, মৌসুমী কয়াল গ্রামবাসী এবং প্রদীপ কুমার মুখোপাধ্যায় শিক্ষক।। এছাড়া উপস্থিত ছিলেন অন্যান্য সংগঠনের সদস্য ও সদস্যাবৃন্দ ও মহিলা বৃন্দরা,

Please Share This Post in Your Social Media

দৈনিক ঢাকার কন্ঠ
© All rights reserved © 2012 ThemesBazar.Com
Design & Developed BY Hostitbd.Com