বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১২:২৮ পূর্বাহ্ন
রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস
আজ ১৫ ই জানুয়ারী সোমবার, পশ্চিম মেদিনীপুর জেলার গরবেতা থানার বনকাটি এলাকায়, বিক্ষোভ দেখালেন রক্তাক্ত অবস্থায় ট্রাক চালক। ট্রাক চালককে মারধরের অভিযোগ উঠেছে আর টি ও এর বিরুদ্ধে
রাজ্য সড়কের উপর গাড়ি দাঁড় করিয়ে বিক্ষোভ ট্রাক চালকের, এর জেরে দেখা দিয়েছে রাজ্য সড়কের তীব্র যানজট ,এই বিক্ষোভ সামিল হয় এলাকার মানুষজনেরাও, অভিযোগ একটি ১৬ চাকার ট্রাক আয়রন মাটি নিয়ে বাঁকুড়া থেকে হলদিয়া যাচ্ছিলেন, সেই সময় পশ্চিম মেদিনীপুর জেলার গরবেতা থানার বনকাটি এলাকায় ওই টাক চালককে চালান দেখাতে বলে, আহত চালকের নাম ইফ ইরফান শেখ।
চালকের অভিযোগ, গাড়ির নম্বর প্লেটে কাপড় জড়ানো ছিল, আমাকে চালান দেখাতে বলে, চালান না দেখানোই আমাকে মারধোর করে। তাদের দাবী ওই গাড়িটি ছিল আর টি ও র । আর ক্ষিপ্ত হয়ে পশ্চিম মেদিনীপুর জেলার গরবেতা ও চন্দ্রকোনা লাগুয়া রাজ্য সড়কের বনকাটা এলাকায় গাড়ি দাঁড় করিয়ে বিক্ষোভ, বিক্ষোভের জেরে যান চলাচল ব্যাহত হয়, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় এবং ক্ষিপ্ত মানুষজনদের বোঝানোর চেষ্টা করেন এবং সামাল দেন। ঘটনা তদন্ত করে দেখছেন অফিসারেরা।