মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ১২:১১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি:
কিশোরগঞ্জ হোসেনপুর পুমদী ইউনিয়ন ভবের বাজার এলাকায় তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে মো:সজীব(২০) পিতা: দুলাল মিয়া, গ্রাম সগড়া থানা ও জেলা কিশোরগঞ্জ সদর, ব্যক্তিকে ১৭ তারিখ মঙ্গলবার রাত বারোটা ত্রিশ মিনিট একটি অনুষ্ঠানে, ছুরি দিয়ে এলোপাতাড়ি ভাবে কুপায় একটি গ্যাং তার চিৎকারে এলাকাবাসী ছুটে আসলে, কিশোর গ্যাং এর সবাই পালিয়ে যায়, পরে গুরুতর আহত অবস্থায় সজীবকে এলাকাবাসীর সহযোগিতায় কিশোরগঞ্জ সদর মেডিকেল হাসপাতালে ভর্তি করেন।
এলাকাবাসী জানান, কিশোর গ্যাং এর অত্যাচারে অতিষ্ঠ এবং আতঙ্কে রয়েছে গ্রামবাসী, এই ছেলেগুলা এমন কোন অপকর্ম নেই করেনা, এবং সজীবের বাবা ও পাবে না বিচার, তারা প্রশাসন এবং চেয়ারম্যান মেম্বার ম্যানেজ করেই চলে।
কিশোর গ্যাং এর সদস্যরা হলেন, মো: ইমন মিয়া,(২২) পিতা: মো: বাবুল মিয়া ওরফে(সোহাগ) গ্রাম নান্দানিয়া, থানা হোসেনপুর, জেলা কিশোরগঞ্জ বাকি তিন সদস্যদের নাম ঠিকানা পাওয়া যায় নাই এখন পর্যন্ত।
ভুক্তভোগীর ফ্যামিলি জানান, এ বিষয়ে থানায় অভিযোগ হলেও কোন কি অপ শক্তির কারণে ব্যবস্থা নিচ্ছেনা প্রশাসন।
এ বিষয়ে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ ওসি জানান, ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান তার বিচার করে দেবে, আর নয়তো আমি ব্যবস্থা নিচ্ছি।