শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ১০:০৫ পূর্বাহ্ন
মোঃ পন্ডিত হোসেন,নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ জেলা প্রশাসন নানা আয়োজনের মধ্য দিয়ে
জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ পালিত হয়েছে।
রবিবার (১৭ই মার্চ) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।
জেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষে আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক,পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, জেলা পরিষদ চেয়ারম্যান চন্দন শীল,সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমানসহ জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিসের কর্মকর্তা ও জেলার মুক্তিযোদ্ধারা। আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবন
ও তাঁর আত্মত্যাগ নিয়ে আলোচনা করেন।