শনিবার , ২৭ এপ্রিল ২০২৪ | ৩রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Sports
  2. অন্যনা সংবাদ
  3. অপরাধ ও আদালত
  4. অর্থ ও বানিজ্য
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. আর্কাইভ
  7. উপদেষ্টা
  8. কৃষি ও প্রকৃতি
  9. কোভিড-১৯
  10. কোরোনা
  11. খুলনা বিভাগ
  12. খেলাও সংগঠন
  13. গণমাধ্যমের খবর
  14. চট্টগ্রাম বিভাগ
  15. ছবি গ্যালারি

সরিষাবাড়ীতে নির্বাচনী আচরণ বিধি লংঘনের অভিযোগে দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার

প্রতিবেদক
admin
এপ্রিল ২৭, ২০২৪ ১০:০৪ অপরাহ্ণ

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: 

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে জামালপুরের সরিষাবাড়ীতে হুমকী ও উস্কানীমূলক বক্তব্য দেয়ায় নির্বাচনের আচরণ বিধি লংঘনের অপরাধে উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রির্টানিং অফিসার সাখাওয়াত হোসেন বাদী হয়ে দুই আওয়ামী লীগ নেতার নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় গতকাল মামলা দায়ের করেন। গতকাল শনিবার দুপুরে জেলা নির্বাচন অফিসার ও জেলা রির্টানিং অফিসার (৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারন নির্বাচন) এর কার্যালয়ে কারণ দর্শানো নোটিশের জবাব প্রদান শেষে সরিষাবাড়ীর উদ্দেশ্য রওনা দিলে গোপন সংবাদের ভিক্তিতে জামালপুর শহরের পথিমধ্যে থেকে তাদের দু জনকে গ্রেফতার করে জামালপুর ডিবি পুলিশ।

গ্রেফতার কৃতরা হলেন, সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও পিংনা সুজাত আলী কলেজের অধ্যক্ষ সাইদুল হাসান সাইদ, অপরজন সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক পিংনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার মোতাহার হোসেন জয়। খন্দকার মোতাহার হোসেন জয় বাঘআছড়া গ্রামের মরহুম খন্দকার মজনু মিয়ার ছেলে। অপরজন অধ্যক্ষ সাইদুল হাসান সাইদ পিংনা গ্রামের মরহুম জয়নাল আবেদীন ওরফে খোকা ম্যানেজার এর ছেলে। তারা ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান (আনারস) প্রতিকের প্রার্থী রফিকুল ইসলাম এর সর্মথক।

জানা গেছে, গত মঙ্গলবার (২৩ এপ্রিল) রাতে উপজেলার পিংনা ইউনিয়ন পরিষদের সামনে মিছিল পরবর্তী এক পথসভা অনুষ্ঠিত হয়। এ পথসভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আনারস প্রতীকের প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম এর উপস্থিতিতে এবং উপস্থিত হাজারো জনতার সম্মুখে নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘন করে উপজেলা পরিষদ নির্বাচনে অন্য কোন প্রার্থীদের এজেন্ট দিতে বাধা প্রদান করবেন ও হাত ভেঙ্গে যমুনা নদীতে নিক্ষেপ করাসহ নানা ধরনের উষ্কানীমূলক ও হুমকিস্বরূপ বক্তব্য দেন দুই নেতা। তাদের দেওয়া ওই বক্তব্যের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য ভাইরাল হয়। যাহা উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ এবং উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা, ২০১৩ এর বিভিন্ন বিধান অনুযায়ী দন্ডনীয় অপরাধ। ওই ভিডিও ক্লিপটি সহকারী রির্টানিং অফিসার ও সরিষাবাড়ী উপজেলা নির্বাচন অফিসার সাখাওয়াৎ হোসেন এর নজরে এলে পরবর্তীতে এ বিষয়ে উপজেলা পরিষদ নির্বাচনের (আনারস) প্রতিকের চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম কে কারণ দর্শানোর নোটিশ করা হয় ও হুমকি দাতা দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে গতকাল শনিবার সকালে সরিষাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়। যার মামলা নং-১৬/৬০.তারিখ-২৭/০৪/২০২৪ইং। ধারা-উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৩ এর ৭৩/৮০(ক) ধারায় মামলা দায়ের করা হলে ওই মামলায় দুই জন গ্রেফতার হয়েছেন বলে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মুশফিকুর রহমান নিশ্চিত করেন।

এ ব্যাপারে ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনের জেলা নির্বাচন অফিসার, জামালপুর রিটার্নিং অফিসার মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার জানান, উপজেলা পরিষদের চেয়ারম্যান (আনারস) প্রতিকের প্রার্থী রফিকুল ইসলাম কে কারণ দর্শানোর নোটিশের প্রেক্ষিতে ব্যাখ্যা প্রদান করেছেন যা নির্বাচন কমিশন সচিবালয়ে প্রতিবেদন আকারে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরও জানান, প্রার্থীর দুই জন কর্মী পিংনা ইউনিয়নে নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘন করে এবং এই নির্বাচনের অন্য প্রার্থীদের এজেন্ট দিতে বাধা প্রদান করবেন ও হাত ভেঙ্গে যমুনা নদীতে নিক্ষেপ করাসহ নানা ধরনের উষ্কানীমূলক ও হুমকিস্বরূপ বিভিন্ন বক্তব্য প্রদানকারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তারা দুজন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন বলে জানান তিনি।

সর্বশেষ - অপরাধ ও আদালত

আপনার জন্য নির্বাচিত

কুয়েত সিটি বিচ পরিস্কার করলো এক ঝাঁক তরুণ প্রবাসী বাংলাদেশী

বৈষম্যহীনভাবে যোগ্য ব্যক্তিকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতাভুক্ত করা হবে: রাষ্ট্রপতি

বাংলাদেশের প্রথম রেল স্টেশনের ইতিকথা 

পাবনা

উপনির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়ার মধ্যদিয়ে গণতন্ত্রের বিজয় হয়েছে : ওবায়দুল কাদের

বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক নরসিংদী-৫(রায়পুরা) আসনের নৌকা প্রতীক মনোনয়ন প্রত্যাশী রিয়াদ আহমেদ সরকার

নড়াইলে রামকৃষ্ণ মিশন চিকিৎসা সেবা কেন্দ্রের উদ্বোধন করলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচাৰ্য

কুমিল্লায় গোমতী নদীর বাঁধ ভেঙে বুড়িচং উপজেলা প্লাবিত

লালমনিরহাট পাটগ্রামে ট্রেনে কাটা পড়ে মা মেয়ের মৃত্যু, ছেলে আহত

চাপাইনবাবগঞ্জ আদালতের নির্দেশনা অমান্য করে জোরপূর্বক ৭৩টি আমগাছ বিক্রি ও কেটে নিধনের অভিযোগ