রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
বাংলাদেশ হাইকমিশন কর্তৃক বৃটিশ পাসপোর্টে নো- ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদ করেছে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে লেবানন থেকে ফেরত এসেছে আরো ১০৫ বাংলাদেশি রামপাল-মোংলায় ‘সন্ত্রাসের রাজত্ব’ কায়েম করেছিল আওয়ামীলীগ: কৃষিবিদ শামীম  ইউপি চেয়ারম্যান থেকে প্রধানমন্ত্রী সকলকেই জবাবদিহিতার আওতায় আনা হবে : তারেক রহমান নিউ মনু ফাইন কটন মিলস্ লিঃ এর এজিএম ও দোয়া অনুষ্ঠিত ব্যক্তি স্বার্থের জন্য কোন কাজ করবেন না দেশের স্বার্থে নীতি নিয়ে কাজ করবেনঃ সম্প্রীতি সমাবেশে ডক্টর ফরিদুল ইসলাম শাখা সড়কটির প্রাথমিক সংস্কারের চলছে” দঃখান কেসি স্কুল রোড যেনো যেনো দুর্ঘটনার ফাঁদ! শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রাতের আঁধারে রহস্যজনক চুরি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সম্পর্কে সঠিক তথ্য তুলে ধরুন : প্রধান উপদেষ্টা

পিজি হসপিটালে একদিকে বোমা আতঙ্ক, অন্যদিকে স্টাফ রুমের মধ্যে ঝুপরিতে আগুন

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

রিপোর্টার ,,সমরেশ রায় ও শম্পা দাশ, কলকাতা

কলিকাতা,আজ ১৮ ই জুন মঙ্গলবার, সকাল থেকেই হুলুশ থলুস পিজি হসপিটাল, একটি মেলের মাধ্যমে খবর আসে, পিজি হসপিটাল এর ভেতর বোমা রাখা আছে একাডেমি সংলগ্ন, এই নিয়ে চলে আতঙ্ক bom squad এর অফিসারেরা ঘটনাস্থলে উপস্থিত, কিন্তু তেমন কিছু পাওয়া যায়নি, বেশ কিছুক্ষণ অপেক্ষা করে চলে যান,

তার কিছুক্ষণের মধ্যেই পিজি হসপিটালের ভিতরে স্টাফ রুমের মধ্যে ঝুপড়ীতে আগুন,জানা যায় ও ঝুপড়ির মধ্যে দুজন বাস করতেন হসপিটালের স্টাফ, তাহারা কাজে বেরিয়ে যাওয়াই ঘর তালা বন্দী ছিল। হঠাৎ করে আড়াইটা নাগাদ ওই ঝুড়িটির মধ্যে আঙুল লাগে।

পাশাপাশি বসে থাকা মানুষ প্রথমে জল দিয়ে চেষ্টা করেন আগুন নেভাতে, খবর দেন দমকলে সাথে সাথে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত হয় এবং আগুন নেভানোর কাজে নামে, ঝুপরির মধ্যে যা কিছু ছিল পুড়ে বশীভূত।

ঘটনাস্থলে সাথে সাথে ডিজাস্টার গাড়িও এসে উপস্থিত হয়, তার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে, দমকলের ইঞ্জিন আয়তে আনেন, তবে পাশাপাশি থাকা মানুষজন যদি সাথে সাথে নেভানোর কাজে না নামতেন, হয়তো আরো বেশ কয়েকটি ঝুপড়ি পুড়ে ছাই হয়ে যেত,

তবে কিভাবে জুবলির মধ্যে আগুন লাগলো জানা যায়নি, জুবলির মালিক পিংকি বলেন আমি ঘরে দরজা দিয়ে কাজে গিয়েছিলাম, হঠাৎ আমাকে খবর দেয়, আমার ঘরে আগুন লেগেছে। আমি ছুটে আসি এসে দেখি আমার সমস্ত পুড়ে ছাই। এবং দমকলের ইঞ্জিন আগুন নেভানোর কাজে লেগেছে, করে লাগল আমি নিজেও বলতে পারছিনা। তবে দমকল এর অফিসারদের অনুমান সর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে, তবে বাড়ির মালিক বলেন আমার আর কোন কিছুই নাই সব পুড়ে গিয়েছে বলে জনান, ঘটনা স্থলে পুলিশ আধিকারিকেরা,

একই দিনে পিজির মধ্যে এরকম দুটি ঘটনা ঘটায়, চাঞ্চল্য ছড়িয়েছে।

Please Share This Post in Your Social Media

দৈনিক ঢাকার কন্ঠ
© All rights reserved © 2012 ThemesBazar.Com
Design & Developed BY Hostitbd.Com