বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৩:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
পটুয়াখালী ভার্সিটিতে, পুনরুজ্জীবিত বেগম জিয়ার উপহার এ্যাম্বুলেন্স: উপাচার্যের প্রশংসনীয় উদ্যোগ।।  পীরগঞ্জে উপজেলা নির্বাহী অফিসারের সাথে সৌজন্য সাক্ষাৎ সিলেটে ছয় মামলার পলাতক আসামি গ্রেফতার সেনা অভিযানে তিনটি আগ্নেয়াস্ত্র সহ সুনামগঞ্জে এক সন্ত্রাসী গ্রেফতার শিশুকন্যাকে ধর্ষণ চেষ্টার পর শাল্লায় ফের গৃহবধুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ!  বিএনপির পক্ষ থেকে আজমল হুদা মিঠুর পথচারীদের মাঝে ইফতার বিতরণ ভারত বন্ধু রাষ্ট্র  মাগুরার শ্রীপুরে সরকারি চাকরিবিধির তোয়াক্কা না করে একইসঙ্গে দুইটি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি সাভারে ছাত্র হত্যা মামলার আসামি মামুনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ! বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি জামালপুর জেলা শাখার উদ্যোগে ইফতার দোয়া ও মাহফিল 

৭ শিক্ষার্থী নিহতের দায় সরকার এড়াতে পারে না – লেবার পার্টি

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

রাজধানী আজ ১৬ জুলাই (মঙ্গলবার) সরকারী চাকুরীতে কোটা সংস্কারের দাবীতে দেশের বিশ্ববিদ্যালয় গুলোতে সাধারন ছাত্র-ছাত্রীদের শান্তিপূর্ন কর্মসুচীতে ছাত্রলীগ ও পুলিশের গুলিতে ৭ জন নিরীহ ছাত্র-জনতা নিহত ও হাজার হাজার ছাত্র বর্বরোচিত হামলা, নির্যাতন নিপীড়নে আহতের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান ও মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম বলেছেন, এসব হত্যার জন্য সরকারকে মাশুল দিতে হবে। জনগনের সকল অধিকার হরনকারি সরকারের মদদে ও পুলিশী পাহাড়ায় সাধারন শিক্ষার্থীদের রক্তাক্ত করতে ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছে। শিক্ষার্থীদের কোটা সংস্কারের দাবিতে করা আন্দোলন ন্যায়সঙ্গত। কিন্তু এই ন্যায্য দাবিকে উপেক্ষা করে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তাতে শিক্ষার্থীরা ক্ষোভে আরো ফুঁসে উঠেছে।

আজ ১৬ জুলাই (মঙ্গলবার) বাংলাদেশ লেবার পার্টির প্রচার সম্পাদক মনির হোসেন খান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে নেতৃদ্বয় একথা বলেন।

নেতৃদ্বয় আরো বলেন, কোটা ব্যবস্থা সংস্কারের জন্য যে দাবি উঠেছে তা নাকচ করে দেওয়ার কোনো সুযোগ নেই। ২০১৮ সালে অনেকটা তাড়াহুড়ো করেই কোটা ব্যবস্থা পুরোপুরি বাতিল করার ঘোষণা দিয়ে পরিপত্র জারি করা যে সরকারের দূরদর্শী-বস্তুনিষ্ঠ সিদ্ধান্ত ছিল না, আজ তা প্রমানিত। বর্তমানে চলমান কোটা আন্দোলনকে আদালত অবমাননা বলে অভিহিত করা হচ্ছে। এটাও যুক্তিযুক্ত নয়। আদালত, মুক্তিযুদ্ধ তথা মুক্তিযোদ্ধার মত স্পর্শকাতর বিষয়গুলোকে ঢাল না বানিয়ে সরকারের উচিত চলমান আন্দোলন নিরসনের মহৎ লক্ষ্যে যৌক্তিক, কল্যাণকর, বস্তুনিষ্ঠ ও গ্রহণযোগ্য সিদ্ধান্তে উপনীত হওয়া এবং এ জন্য আলোচনা করা।

নেতৃদ্বয় অবিলম্বে হামলাকারীদেরকে গ্রেফতার ও ছাত্রদের ন্যায্য দাবি কোটা সংস্কার করে মেধার ভিত্তিতে সরকারি চাকুরিতে নিয়োগের ব্যবস্থা করতে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

দৈনিক ঢাকার কন্ঠ
© All rights reserved © 2012 ThemesBazar.Com
Design & Developed BY Hostitbd.Com