নিউজ দৈনিক ঢাকার কন্ঠ
শেখ, হামিদুর রহমান
বাংলাদেশ সরকারের সাবেক যোগাযোগ মন্ত্রী প্রখ্যাত আইনজীবী, তৃণমূল বি, এন,পির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম ব্যারিস্টার নাজমুল হুদার সহধর্মিণী মানবাধিকার নেত্রী প্রখ্যাত আইনজীবী এ্যাডঃ সিগমা হুদার দাফন সম্পন্ন হয়েছে শাইনপুকুর পারিবারিক কবরস্থানে স্বামীর পাশে।
এ্যাডঃ সিগমা হুদা গতকাল ১৭ ই জুলাই ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। আজ ফজর নামাজ শেষে ধানমন্ডি বাইতুল আমান মসজিদে প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়, এর পর সকাল সাতটায় গ্রামের বাড়ী শাইনপুকুর এ্যাড,সিগমা হুদাকে বহনকারী অ্যাম্বুলেন্স টি বাড়ীতে প্রবেশ করলে অপেক্ষমান শত- শত মানুষ প্রিয়জন হারানোর শোকে নিস্তব্ধ হয়ে যান।এ সময় এক আবেঘন পরিবেশের সৃস্টি হয়।সকাল দশটায় পদ্মা কলেজ মাঠে তৃতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।বেলা দুইটায় জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তৃতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।এর পর শাইনপুকুর নিজ বাড়িতে চতুর্থ জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ হাজারো মানুষ জানাজা নামাজে উপস্থিত হয়ে মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন।
এ্যাডঃ সিগমা হুদার জ্যেষ্ঠ কন্যা তৃনমুল বিএনপির নির্বাহী সভাপতি এ্যাডঃ অন্তরা সেলিমা হুদা উপস্থিত সকলের নিকট মায়ের জন্য দোয়া কামনা করেন।মৃত্যুকালে তিনি দুই কন্যা সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান।