মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ পূর্বাহ্ন
এম আশরাফুল আলম ~ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ দীর্ঘ মাইলফলক আর সৃজনশীল মেধাস্বত্বের বিকাশে এগি য়ে যাচ্ছে ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার ১০ নং বগুড়া ইউনিয়ন। তারুণ্যের শক্তি ছোঁয়ায় বদলে যাক গ্রামীণ জনপদ, স্বস্তির নিঃশ্বাস বিশ্বাসে আস্থা ফিরে আসুক প্রত্যন্ত পল্লীর বৃহৎ বগুড়া ইউনিয়নটিতে।নিজ অর্থায়নে আজ শনিবার সকাল ১১ ঘটিকায় ইউনিয়ন বাসীর ২৪ ঘন্টা সেবা দিতে একটি এম্বুলেন্স উপহার দিয়েছেন,যা একটি বিরল মহতি দৃষ্টান্ত।
মানুষ হিসেবে মানুষের সেবা মহৎকর্ম যদি হয় নির্দলীয় নিরপেক্ষ আর স্বচ্ছ জবাবদিহি মূলক। তাহলে দেখতে আসতে হবে ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার ১০নং বগুড়া ইউনিয়ন পরিষদে।আশা করি ব্যক্তি বিদ্বেষের উর্ধ্বে সবার জন্য কাজ করবেন এ প্রজন্মের পরিচ্ছন্ন রাজনীতিবিদ,সাবেক ঝিনাইদহ জেলা ছাত্রলীগের আহ্বায়ক, বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঝিনাইদহ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ❝ শফিকুল ইসলাম শিমুল ❞ তাঁর মহতী উদ্যোগের ধারা ছড়িয়ে পড়ুক শৈলকুপার বিভিন্ন এলাকায়।
বগুড়া ইউনিয়নের জরুরি সেবায় যুক্ত হওয়া “মানবতার কল্যাণে এ জরুরী এম্বুলেন্স সেবা” দৃষ্টান্তটি বাংলাদেশের সকল উপজেলার জনপ্রতিনিধিদের জন্য একটি রোলমডেল হিসেবে দাবি রাখে।