মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি:
শেখ হাসিনার পদত্যাগে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সহ সকল নেতাকর্মীদের মুক্তিতে রাজধানীর উত্তরা পশ্চিম থানা ১ নং ওয়ার্ড রাস্তায় উল্লাসে ফেটে পড়েছেন সাধারণ মানুষ ও বিএনপির নেতা কর্মীরা। বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে ঢাকা মহানগর উত্তর বিএনপির উত্তরা পশ্চিম থানার ১নং ওয়ার্ড সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাতুল এর নেতৃত্বে একটি আনন্দ মিছিল করেন, যেখানে প্রায় ২ হজার নেতাকর্মী এ আনন্দ মিছিলে যোগদান করেন। এসময় পশ্চিম থানা এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আনন্দ মিছিলে অংশ নিতে দেখা যায়। রাস্তায় মোটরসাইকেল উল্লাস করতে দেখা যায় অনেককে। পুরো পশ্চিম ওয়ার্ড এলাকা জনস্রোতে পরিণত হয় বিভিন্ন স্লোগানের মধ্য দিয়ে।
এ সময় ঢাকা মহানগর উত্তরা পশ্চিম থানার ১ নং ওয়ার্ড বিএনপির রাকিবুল ইসলাম রাতুল নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, এ দেশ আমাদের সকলের, দেশে কোন অরাজকতা সৃষ্টি করা বা করতে দেওয়া হবে না,আমাদের রাষ্ট্রীয় সম্পদ আমাদেরকে আগলে রাখতে হবে। আর কেউ যদি নাশকতা করে বা করার চেষ্টা করে তাদের কে প্রতিহত করতে হবে । সকল নেতাকর্মীদের কাজ করতে হবে উন্নয়নের জন্য।কোন প্রকার হানাহানিতে না জরানোর অনুরোধ করেন তিনি। সকল নেতাকর্মীকে সচেতন থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করেন।
এসময় ঢাকা মহানগর উত্তর বিএনপির অনেক নেতৃবৃন্দ তুরাগ থানা এবং উত্তরা পূর্ব থানা, পশ্চিম থানার বিএনপির এবং বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
এ সময় নেতা কর্মীদের বক্তব্যে উঠে আসে দীর্ঘ ১৫ বছর স্বৈরাচার শেখ হাসিনা দেশটিতে একনায়কতন্ত্র কায়েম করেছে। সারাদেশের শিক্ষার্থীদের আন্দোলনে তিনি টিকতে না পেরে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে গিয়েছেন। তাই আমরা মনে করছি এদেশ স্বৈরাচার মুক্ত হলো। এবং স্বাধীন হলো।