সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৪ অপরাহ্ন
মোঃ আবুসালেহ (সজীব) মির্জাপুর, টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলাকারী ছাত্রলীগ নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা।
আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করে শাস্তি দেওয়ার জন্য দাবি জানানো হয় বিক্ষোভ সমাবেশ থেকে।
শুক্রবার বিকাল সাড়ে চারটার দিকে প্রেসক্লাবের সামনে তারা এই মিছিল ও সমাবেশ করে।
পুরাতন শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মির্জাপুর প্রেসক্লাবের সামনে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের টাঙ্গাইল জেলা সমন্বয়ক মোমিনুল ইসলাম সাজু।
তিনি বলেন, শিক্ষার্থীদের ওপর হামলার ২৪ ঘণ্টা পার হলেও মূল আসামিরা ধরা-ছোঁয়ার বাইরে রয়েছে। মূল আসামিদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে প্রশাসনের কাছে দাবি জানান তিনি।
মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) সালাহ উদ্দিন জানান, ছাত্রলীগের হামলার ঘটনায় সমন্বয়ক জোবাইদুল ইসলাম নিঝুম নামের এক সমন্বয়ক বাদী হয়ে মামলা করেছে। মামলায় ছাত্রলীগ কর্মী আপন, ইফতেখার সায়িম, আবিদুর রহমান এবং ব্যবসায়ী বজলুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।