রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
বাংলা সংগীত জগতের উজ্জ্বলতম নক্ষত্র, গীতিকার ও সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়ের জীবন অবসান। সারা দেশ জুড়ে পালিত হলো প্রেম দিবস অর্থাৎ Happy valentine’s day 2025. উত্তরা বি আর টি এ মেট্রো সার্কেল ৩ সংরক্ষিত সার্ভার রুমে হামলা চালাবার উদ্দেশ্যে পেট্রোল বোমা নিক্ষেপ ফুল ফুটুক আর নাই ফুটুক পয়লা ফাল্গুন আজ বসন্ত  ভূরুঙ্গামারীতে হ্যান্ডকাফ সহ পালিয়ে যাওয়া দুই মাদককারবারী চট্টগ্রাম থেকে আটক। আইডব্লিওএমডি কর্মশালার সমাপনী অনুষ্ঠানে বক্তারা  বহুবিশ্বাসের সম্প্রীতির নেটওয়ার্ক তৈরি করুন  ভ্যালেনটাইন’স ডে ১৪ ফেব্রুয়ারি প্রশাসনের রদবদলে জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাইলে জনগণ মেনে নেবে না: আমিনুল হক শান্তিরক্ষী মিশনে যেসব সদস্যমনোনীত হবেন না প্রাইম ব্যাংকের ক্যাশ ম্যানেজমেন্ট সেবা নেবে হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস

নতুন শিক্ষা কারিকুলাম বাতিল করতে হবে : এ. জেড. এম. জাহিদ হোসেন

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

ঢাকা, ১৭ আগস্ট, ২০২৪ ইং: বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন বলেছেন, অবিলম্বে নতুন শিক্ষা কারিকুলাম বাতিল করতে হবে। একইসাথে শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি বাতিল করার বিষয়ে শিগগিরই নীতিগত সিদ্ধান্ত নিতে হবে।

আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি হলে শিক্ষক-কর্মচারি ঐক্যজোটের এক প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সংগঠনের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের মহাসচিব মো. জাকির হোসেন।

জাহিদ হোসেন বলেন, শিক্ষক ও কর্মচারিদের অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাষ্ট পুনর্গঠন, অবসর বয়স ৬৫ বছর করাসহ চাকরি জাতীয়করণের কাজও গতিশীল করতে হবে।

অনুষ্ঠানে সংগঠনের কো- চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক কাজী মো. মাইন উদ্দীন, অধ্যাপক এ. কে. এম. আব্দুল আউয়াল, অধ্যক্ষ আব্দুর রহমান, অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, মো. আব্দুর রাজ্জাক, অধ্যাপক আলমগীর হোসেন প্রমুখ বক্তৃতা করেন।

সভাপতির বক্তৃতায় সেলিম ভূঁইয়া বলেন, নতুন কারিকুলাম ঘোষিত হওয়ার পর শিক্ষক-কর্মচারি ঐক্যজোট নতুন কারিকুলাম বাতিলের জন্য বিগত বছরগুলোয় বুদ্ধিবৃত্তিক আন্দোলন চালিয়ে আসছে। এসময় তিনি শিক্ষা প্রতিষ্ঠানের পূর্ববর্তী সরকারের আমলের গঠিত হওয়া সকল ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি বাতিল করতে অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি জানান।

অনুষ্ঠানের সঞ্চালক সংগঠনের মহাসচিব, প্রজ্ঞাপন জারি করে ফ্যাসিষ্ট সরকারের দেশ ধ্বংসের কারিকুলাম বাতিল করা এবং পাঠ্য পুস্তক সংশোধন করে সৃজনশীল পদ্ধতি প্রণয়ন করার ওপর গুরুত্বারোপ করেন।

Please Share This Post in Your Social Media

দৈনিক ঢাকার কন্ঠ
© All rights reserved © 2012 ThemesBazar.Com
Design & Developed BY Hostitbd.Com