বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১২:২৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
আওয়ামী লীগের ব্যানারে মিছিলের প্রস্তুতি সময়, বিএনপি নেতার ছেলেসহ গ্রেফতার ৮ গাজীপুরের কালিয়াকৈরে আওয়ামীলীগ নেতা আলম খান গ্রেপ্তার,এলাকাবাসীর আনন্দ প্রকাশ ‎ রাজধানী উত্তরা সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে উত্তরায় মানববন্ধন প্রেমের ফাঁদে ফেলে মিথ্যা ধর্ষন মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ‘দূর্গা এন্টারপ্রাইজ’-এর সত্ত্বাধিকারী শ্যামল সাহা একজন অভিজ্ঞ ও প্রতিষ্ঠিত ঠিকাদার মেট্রোর মালামাল চোরাই ও মাদকচক্রের অনুসন্ধানে গিয়ে হামলার শিকার সাংবাদিকরা,থানায় মামলা গ্রেপ্তার ১ নোয়াখালী দুই আসনের সাবেক সংসদ সদস্য মোর্শেদ আলম ডিবির হাতে গ্রেফতার মেট্রো মালামাল চোরাই ও মাদকচক্রের অনুসন্ধানে গিয়ে হামলার শিকার সাংবাদিকরা,থানায় মামলা গ্রেপ্তার ১ বসুন্ধরায় স্ত্রীর মৃত্যুর ঘটনায় স্বামীকে জিজ্ঞাসাবাদ; অতঃপর ৮৬ কেজি গাঁজা উদ্ধার!* মেট্রোরেল চোরাই মাল অনুসন্ধানে সাংবাদিকদের উপর হামলা, ক্যামেরা ভাংচুর, ও মোবাইল ছিনতাই – দক্ষিণ খান থানায় মামলা, গ্রেফতার -১ জন

২০ হাজার কোটি টাকা লোপাট, দুদকের জালে সাবেক অর্থমন্ত্রীসহ ৪ এমপি

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

আ হ ম মুস্তফা কামাল, নিজাম উদ্দিন হাজারী, মাসুদ উদ্দিন চৌধুরী ও বেনজীর আহমেদ- ফাইল ফটো

বিদেশে কর্মী পাঠানোর নামে প্রায় ২০ হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছেন সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও তার পরিবার, সাবেক এমপি নিজাম উদ্দিন হাজারী, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী ও সাবেক এমপি বেনজীর আহমেদের নেতৃত্বাধীন একটি সিন্ডিকেট।

গণমাধ্যমের এক অনুসন্ধানী প্রতিবেদন থেকে জানা যায়, দেড় বছরে তাদের মালিকানাধীন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে মালয়শিয়ায় সাড়ে ৪ লাখের মতো লোক পাঠিয়ে এসব টাকা হাতিয়ে নেয়া হয়েছে। ঐ সময়ে ২৪ হাজার কোটি টাকার বাণিজ্য হলেও অতিরিক্ত ফি হিসেবেই প্রায় ২০ হাজার কোটি টাকা নেয়া হয়। অনেকেই সেখানে কাজ করার অনুমতি না পাওয়ায় ফেরত আসতে হয়েছে।

দুর্নীতি দমন কমিশন (দুদক) এসব অনিয়মসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে অনুসন্ধানে নেমেছে। এর মধ্যে অনুসন্ধানে দুদকের উপপরিচালক নুরুল হুদার নেতৃত্ব তিন সদস্যের টিম গঠন করা হয়েছে বলে জানা গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, বিদেশে কর্মী পাঠাতে ২০১৮ সালের ডিসেম্বরে রিক্রুটিং এজেন্সির লাইসেন্স নেন ফেনীর আওয়ামী লীগের সাবেক এমপি নিজাম উদ্দিন হাজারী। তার মালিকানাধীন স্নিগ্ধা ওভারসিজ লিমিটেড লাইসেন্স নেয়ার সাড়ে তিন বছরে মাত্র ১০০ কর্মী বিদেশে পাঠায়। অথচ মালয়েশিয়ার সিন্ডিকেট চক্রে যোগ দেওয়ার পর গত দেড় বছরে দেশটিতে প্রায় ৮ হাজার কর্মী পাঠায় স্নিগ্ধা ওভারসিজ লিমিটেড।

মালয়েশিয়ার এ চক্রে নিজাম হাজারীর মতো আরো দুই সাবেক এমপি ও সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল পরিবারের দুজন সদস্যের রিক্রুটিং এজেন্সি রয়েছে।

এর মধ্যে ফেনী-৩ আসনের সাবেক এমপি লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর ফাইভ এম ইন্টারন্যাশনাল ৮ হাজার ৫৯২ জন, ঢাকা-২০ আসনের সাবেক এমপি বেনজীর আহমেদের প্রতিষ্ঠান আহমেদ ইন্টারন্যাশনাল ৭ হাজার ৮৪৯ জন এবং সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের স্ত্রী কাশমেরী কামালের অরবিটালস এন্টারপ্রাইজ ৭ হাজার ১৫২ জন ও মেয়ে নাফিসা কামালের মালিকানাধীন অরবিটালস ইন্টারন্যাশনাল ২ হাজার ৭০৯ জন শ্রমিক পাঠিয়েছে।

মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে সরকার-নির্ধারিত জনপ্রতি ব্যয় ৭৯ হাজার টাকা। তবে সিন্ডিকেটটি প্রতি কর্মীর কাছ থেকে ৫ লাখ ৪৪ হাজার টাকা নিয়েছে।

অনুসন্ধান প্রতিবেদন থেকে জানা গেছে, বাংলাদেশ জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) গত দেড় বছরে মালয়েশিয়া যেতে প্রায় সাড়ে ৪ লাখ কর্মীর ছাড়পত্র দিয়েছে। যার মধ্যে সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের স্ত্রী কাশমেরী কামালের অরবিটালস এন্টারপ্রাইজ ও মেয়ে নাফিসা কামালের অরবিটালস ইন্টারন্যাশনালের নামে মালয়েশিয়ায় গেছেন মোট ৯ হাজার ৮৬১ জন। চক্রটি গঠনের সময় আ হ ম মুস্তফা কামাল অর্থমন্ত্রীর দায়িত্বে ছিলেন।

মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর শীর্ষে রয়েছে ফাইভ এম ইন্টারন্যাশনাল নামের প্রতিষ্ঠানটি। রিক্রুটিং এজেন্সিগুলোর সংগঠন বায়রার ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, এটির ব্যবস্থাপনা পরিচালক ফেনী-৩ আসনে জাতীয় পার্টির সাবেক এমপি লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী।

বিএমইটি তথ্যানুসারে, ২০১৫ সালে প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি মধ্যপ্রাচ্যে আড়াই হাজারের মতো কর্মী পাঠিয়েছে। তবে মালয়েশিয়া চক্রে ঢুকে এজেন্সি একাই ছাড়পত্র নেন ৮ হাজার ৫৯২ কর্মীর।

মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর দিক দিয়ে পঞ্চম অবস্থান রয়েছে ঢাকা-২০ আসনের সাবেক এমপি বেনজীর আহমেদের প্রতিষ্ঠান আহমেদ ইন্টারন্যাশনাল। প্রতিষ্ঠানটি বিদেশে কর্মী পাঠিয়েছিল মাত্র ২৩৮ জন। তবে মালয়েশিয়া চক্রে ঢুকে তারা শীর্ষ তালিকায় চলে যায়। প্রতিষ্ঠানটির মাধ্যমে মালয়েশিয়ায় গেছেন ৭ হাজার ৮৪৯ কর্মী। চক্র গঠনের সময় বেনজীর বায়রার সভাপতি ছিলেন।

Please Share This Post in Your Social Media

দৈনিক ঢাকার কন্ঠ
© All rights reserved © 2012 ThemesBazar.Com
Design & Developed BY Hostitbd.Com