সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৭ অপরাহ্ন
ডেস্ক নিউজ:
সিউল, ২৩ আগস্ট, ২০২৪ ইং উত্তর কোরিয়া শুক্রবার এশিয়ায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অস্ত্র বিক্রির সমালোচনা করেছে এবং দেশটি দক্ষিণ কোরিয়াকে অ্যাপাচি হেলিকপ্টার সরবরাহের চুক্তিকে একটি ‘বেপরোয়া, উস্কানিমূলক কাজ’ বলে অভিহিত করেছে। খবর এএফপি’র।
দক্ষিণ কোরিয়ার কথা উল্লেখ করে পিয়ংইয়ংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘আমরা যুক্তরাষ্ট্র এবং তাদের পোষ্য বাহিনীর অস্ত্র তৈরির তীব্র বিরোধিতা ও প্রত্যাখ্যান করি।’
বিবৃতিতে আরো বলা হয়, ‘এ অঞ্চলে নিরাপত্তা অস্থিতিশীলতা বাড়ানোর ক্ষেত্রে এটি একটি বেপরোয়া এবং উস্কানিমূলক কাজ।’
বিবৃতিতে জাপান এবং ওয়াশিংটনের অন্যান্য এশিয়া-প্যাসিফিক মিত্রদের কাছে সাম্প্রতিক মার্কিন অস্ত্র বিক্রিরও সমালোচনা করা হয়।
সোমবার যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার কাছে সাড়ে ৩শ’ কোটি ডলার মূল্যের ৩৬টি এএইচ-৬৪ই অ্যাপাচি হেলিকপ্টার এবং ক্ষেপণাস্ত্রসহ এ সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রির অনুমোদন দেওয়ার ঘোষণা দিয়েছে।
মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা (ডিএসসিএ) বলেছে, দক্ষিণ কোরিয়ার কাছে এ ধরনের অস্ত্র বিক্রয় দেশটিকে ‘প্রতিপক্ষকে প্রতিরোধ করতে এবং আঞ্চলিক বিভিন্ন অভিযানে অংশগ্রহণ করতে সক্ষম করে তুলবে। এতে বর্তমান এবং ভবিষ্যতের হুমকি মোকাবেলায় তারা জোরালো ভূমিকা রাখতে পারবে।’
খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগ এসব অস্ত্র বিক্রির অনুমোদন দিলেও এটির লেনদেন সম্পন্ন করতে এখন অবশ্যই মার্কিন কংগ্রেসের অনুমোদন লাগবে।
এদিকে সিউলের একীকরণ মন্ত্রণালয় শুক্রবার বলেছে, উত্তর কোরিয়া ‘কোরীয় উপদ্বীপে শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ।’
যুক্তরাষ্ট্র হচ্ছে সিউলের প্রধান নিরাপত্তা মিত্র দেশ এবং দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের প্রায় ২৮,৫০০ সৈন্য মোতায়েন রয়েছে।