সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৮ অপরাহ্ন
শেখ হাসিনা সরকার পতনের পর পুনর্গঠিত হচ্ছিল নতুন বাংলাদেশ। এরই মধ্যে ভারত থেকে আসা পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপৎসীমার অনেক ওপর দিয়ে প্রবাহিত হতে শুরু করে। নদীর পানি উপচে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে বাংলাদেশে। এরই মধ্যে জানা গেল নতুন সিনেমার শুটিংয়ে ভারত যাচ্ছেন ঢালিউড তারকা শাকিব খান।
শাকিব খানের নতুন সিনেমার নায়িকা ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী ইধিকা পাল। কলকাতার এই টিভি অভিনেত্রীর বড়পর্দায় অভিষেক হয় ঢালিউডের শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’ ছবিতে। সেই নায়িকা ও শাকিবকে নিয়ে নতুন সিনেমা বানাচ্ছেন মেহেদী হাসান হৃদয়, জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম। তাদের খবর, ২৫ সেপ্টেম্বর থেকে মুম্বাইতে টানা এক মাস হবে নতুন ওই সিনেমার শুটিং।
গত বছর থেকেই এ সিনেমা নিয়ে আলোচনা চলছিল নির্মাতা ও শিল্পীদের মধ্যে। অবশেষে চূড়ান্ত হয়েছে শুটিংরে তারিখ। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে এই মুহূর্তে শাকিব খান আছেন যুক্তরাষ্ট্রে। সেখান থেকে তিনি দেশে ফিরবেন, নাকি সরাসরি মুম্বাইতে গিয়ে শুটিংয়ে অংশ নেবেন তা জানা যায়নি।
শাকিব খানকে সর্বশেষ দেখা গেছে ‘তুফান’ সিনেমায়। বাংলাদেশে ছবিটি চলাকালেই তিনি যুক্তরাষ্ট্রে চলে যান বলে তার নিকটস্থ সূত্র জানিয়েছে। দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তাকে পাশে পায়নি শিক্ষার্থীরা। বরং ফেসবুকে ভারসাম্য রেখে একটি পোস্ট লিখেছিলেন তিনি। আন্দোলনে ছাত্রদের বিজয় নিশ্চিত হলে একটি ছবি পোস্ট করেন এই অভিনেতা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দেশের বন্যা পরিস্থিতি নিয়ে তার কোনো সাড়া মেলেনি।