মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
গাজীপুরের শিল্প কারখানায় নৈরাজ্য ঠেকাতে ১৮ নং ওয়ার্ড বিএনপি’র অবস্থান কর্মসূচি পালন  ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সীমান্তে বাংলাদেশী নাগরিক হত্যা করছে: ডা. ইরান নওগাঁয় সংবাদ প্রকাশের জের ধরে দুই সাংবাদিককে তুলে নিয়ে গিয়ে নির্যাতন। ভালুকায় চাঁদার দাবিতে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ে দুর্নীতিবাজদের, বিচারের দাবিতে মানববন্ধন। ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার উদ্যোগে গণ-সমাবেশ  ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনেট কার পার্কিং দখল করে ভাসম্যান দোকান, মাদকসেবিদের দৌরাত্ম হঠাৎ ঢাকায় এসেছেন কোকোর স্ত্রী শর্মিলা রহমান ৭ দিনের রিমান্ডে সাবেক আইজিপি শহীদুল হক সেই আব্দুল্লাহিল কাফী ৮ দিনের রিমান্ডে

আর জি কর এর খুনিদের রাজ্য সরকার আড়াল করার দাবিতে, প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী নেতৃত্বে,,,, বিশাল পদযাত্রা। 

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস , কলকাতা

আজ ২৯ শে আগস্ট বৃহস্পতিবার, ঠিক দুপুর দুটোই, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির ডাকে, কলেজ স্কোয়ার বিদ্যাসাগর মূর্তির সামনে থেকে শ্যামবাজার নেতাজী মূর্তির পাদদেশ পর্যন্ত এক বিশাল পদযাত্রা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে,‌

এই পদযাত্রায় অংশগ্রহণ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী উপস্থিত ছিলেন প্রদীপ ভট্টাচার্য, আশুতোষ চ্যাটার্জি, সৌরভ প্রসাদ সহ অন্যান্যরা

আর জি করে একটি জুনিয়র মহিলা ডাক্তারকে যেভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে, যিনি মানুষের সেবা করেন, এমনকি ডিউটিরত অবস্থায় যাকে মর্মান্তিকভাবে খুন করে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে রাজ্য সরকার , আমরা তার তীব্র নিন্দা করি। এবং তারই প্রতিবাদে, মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে, সঠিক তদন্ত ও দ্রুত বিচারের দাবিতে আজকের এই পথসভা। অবিলম্বে দোষীদের সঠিক তদন্ত করে শাস্তি দেওয়া হোক, কেন দোষীদের আড়াল করে রাখা হচ্ছে, কেন মহিলাদের নিরাপত্তা নাই।

একজন মাননীয়া মুখ্যমন্ত্রী যিনি একদিকে পুলিশ মন্ত্রী, তিনি কিসের জন্য বিচার চাইছেন, অথচ তিনি একটি মেয়েকে বেচাকেনা করছেন ১০ লক্ষ টাকার বিনিময়, মঞ্চে দাঁড়িয়ে আরো বলেন যেখানে এরকম দুর্ঘটনা ঘটে এবং ঘটায় সেখানে গিয়ে এই টাকার বিনিময়ে মা-বাবার মুখ বন্ধ করার চেষ্টা করেন, কিন্তু এবারে সেই সুযোগ আর হয় না, জনগণ ধরে ফেলেছে, আয়াজ সবাই পথে নেমেছে ন্যায্য বিচারের দাবিতে অভয়ার শাস্তির দাবিতে,

আজ প্রতিটি ছেলে মেয়ের বাবা-মা পথে নেমেছে, কারণ প্রত্যেকের বাড়িতেই ছেলে-মেয়ে রয়েছে তাই তাদের নিরাপত্তার কথা ভাবছেন, মুখ্যমন্ত্রী চুপ করে বসে দেখছেন, আর টাকার অংক কোষচেন কাকে কত টাকা দিয়ে কেনা যায়, এটা বাংলার লজ্জা, খানি একটা মেয়েকে নৃশংসভাবে খুন করা হলো তারা এখনো বিচার হলো না অথচ টাকার বিনিময় কেনার চেষ্টা চলছে।

তিনি আরো বলেন ১৪ তারিখে রাতে যে দুর্ঘটনা ঘটেছে কিছু স্বার্থান্বেষী দুষ্পৃতি হসপিটালে চড়াও হয়ে ভাঙচুর করেছে তাদেরও খুঁজে বার করতে হবে কারা ভাঙচুর করেছেন কেনই বা করেছেন ,তারা কারা, আমি ঐদিন নিজে উপস্থিত ছিলাম রাত দখলের দিন। কোন কিছুর তদন্ত আজও হলো না ২৫ দিন হতে যায়।,

সিবিআই এর কাছেও আমরা বলতে চাই দ্রুত তদন্ত শেষ করে দোষীদের শাস্তি দেওয়া হোক।, নচেৎ আমরা চুপ করে থাকবো না, আন্দোলন আর অতীব্র থেকে তীব্র হবে, আজ বাংলার মানুষ বুঝতে শিখেছে, কোনটা নাই আর কোনটা অন্যায়,

আমরা দুটো দাবী জানাই, অপরাধীদের শাস্তি চাই, মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই, তাই আজ হাজার হাজার কংগ্রেস কর্মী পায়ে পা মিলিয়ে প্রতিবাদ জানাচ্ছে, আর লক্ষী ভান্ডার কেউ চায়না, তাই দোষীদের উপযুক্ত শাস্তি,

আজ অভয়ার মা-বাবাও তাকিয়ে দোষীরা কবে শাস্তি পাবে, আর পুলিশ প্রশাসন কেউ বলতে চাই, আপনাদেরও বাড়িতে ছেলে মেয়ে আছে, তাই আপনারাও সতর্ক থাকুন, আজ আমরা প্রতিবাদ করছি বলে আপনারা চড়াও হচ্ছেন, একদিন আপনারও বিপদ আসতে পারে এটা জেনে রাখবেন, আমরা আর অভয়া হতে দেব না, আপনারাও আমাদের সাথে সহযোগিতা করুন, অভয়ার পাশে দাঁড়ান। আরো ভয়াবহ দিনের জন্য অপেক্ষা করুন।

যেভাবে একটি সরকারি হসপিটালে ডাক্তারের উপর নৃশংস ঘটনা ঘটে গেছে , সবাইকে আঙ্গুল তুলে দেখিয়ে দিয়েছে রাজ্য কোথায় পৌঁছেছে।

Please Share This Post in Your Social Media

দৈনিক ঢাকার কন্ঠ
© All rights reserved © 2012 ThemesBazar.Com
Design & Developed BY Hostitbd.Com