শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৮:৪১ পূর্বাহ্ন
ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকায় চাদাঁর দাবীতে অরেঞ্জ কমিউনিটিকেশনের আই.এস.পি এর (ওয়াইফাই) লাইনের সংযোগ বিচ্ছিন্ন করেছে আওয়ামীলীগ থেকে নব্য আগত হাইব্রিড বিএনপির সমর্থকেরা।
সোমবার ২৫/০৮/২০০৪ ইং তারিখে উপজেলার হবিরবাড়ীর আমতলী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী অরেঞ্জ কমিউনিটিকেশনের আই.এস.পি এর শাখা ম্যানেজার মোঃ সাখাওয়াত হোসেন বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায় দীর্ঘ যাতব একদল চাঁদাবাজ অরেঞ্জ কমিউনিটিকেশনের আই.এস.পি এর কাছে চাঁদা দাবী করে আসছিলো ম্যানেজার চাঁদা নিতে অস্বীকার করায় সুজন(৩০), রায়হান(২৫),সাইফুল(২২), সিরাজুল ইসলাম(২৫) সহ অজ্ঞাত ২০-২৫ জন সন্ত্রাসী সোমবার (২৫ আগষ্ট) রাতে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে ইন্টারনেট সংযোগের প্রয়োজনীয় মালামাল লুট করে পালিয়ে যায়। পরে শুক্রবার সকালে বিবাদীরা ম্যানেজার মোঃ সাখাওয়াত হোসেনকে চাঁদা দেওয়া সহ খুন জখমের হুমকি প্রদান করেন।
স্থানীয় একাধীক ভুক্তভোগী গ্রাহকেরা জানান, দীর্ঘদিন যাবত তারা মোঃ সাখাওয়াত হোসেনের কাছ থেকে ইন্টারনেট সংযোগ সেবা নিয়েছেন। সোমবার হঠাৎ একদল লোক এসে সকাল সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে চলে যায়।
ভুক্তভোগী মোঃ সাখাওয়াত হোসেন জানান, ৫ই আগষ্ট সরকার পতনের পর থেকে উক্ত বিবাদীগন আমার কাছে চাঁদা দাবী করে আসছিলো আমি চাঁদা দিতে অস্বীকার করায় আমার ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে মালামাল লুট করে নিয়ে যায় ও আমাকে খুনের হুমকি দেয়।
এ ঘটনা বিবাদীদের সাথে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করেও সম্ভব হয় নি।
ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, উক্ত ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত পূর্বক আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।