শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৯:১৩ পূর্বাহ্ন
বিশেষ সংবাদদাতা :
সম্প্রতি দেশে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় এক দিনের বেতন দিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
বিমানবন্দর ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতার জন্য মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ার সাইন্স কর্তৃপক্ষ এক দিনের বেতন প্রদান করেছেন।
এছাড়াও বিমান এর পাইলটগণ তাদের মূল বেতনের ১০% উক্ত তহবিলে প্রদান করেছেন।
আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ সাফিকুর রহমান এবং পরিচালক প্রশাসন ও মানবসম্পদ মোঃ মতিউল ইসলাম চৌধুরী (যুগ্ম সচিব) এক দিনের বেতনের সমপরিমাণ অর্থের চেক মহাপরিচালক (প্রশাসন) মোঃ আহসান কিবরিয়া সিদ্দিকি (অতিরিক্ত সচিব), মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর এর নিকট হস্তান্তর করেন।
বুধবার বিকেল সাড়ে ৫ টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এর মহাব্যবস্থাপক জনসংযোগ বোসরা ইসলাম এই প্রতিবেদককে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সর্বদা দেশ ও দেশের মানুষের জরুরি প্রয়োজনে পাশে ছিলো এবং ভবিষ্যতেও থাকবে।